রটছে ভুয়ো খবর! মুখ্য নির্বাচক পদ নিয়ে মুখ খুললেন সেহবাগ
Virender Sehwag comment on BCCI for chief selector’s post

The Truth of Bengal: নির্বাচক হওয়ার প্রস্তাবই আসেনি, চারিদিকে ভুল খবর রটছে। আর এবার এমনটাই বললেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। সূত্রের খবর অনুযায়ী, নির্বাচক হওয়ার আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর খবর রটে, তার আগেই নাকি সেহবাগের কাছে প্রস্তাব যায়। তবে, তা নাকি বাস্তবে হয়নি। প্রসঙ্গত, ভারতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মা পদ থেকে সরে যাওয়ার পর, শূন্যস্থান এখনও পূরণ হয়নি।
বিসিসিআই সূত্রে খবর, উত্তরাঞ্চল থেকে নির্বাচক নেওয়া হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচকের পদ থেকে পদত্যাগের পর বিভিন্ন ক্রিকেটারদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করতে শুরু করেন তিনি। অবশ্য, তার পর, নির্বাচনের দায়িত্ব সামলাচ্ছেন শিবসুন্দর দাস, এস শরৎ, সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং সলীল আঙ্কোলা। একটু উত্তরের দিকে নজর দিলে দেখা যাবে, সেহবাগ ছাড়াও সেই তালিকায় রয়েছেন হরভজন সিংহ, যুবরাজ সিংহ, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটারেরা।
তবে, তারা সাম্প্রতিকালে অবসর নেওয়ায় প্রথমেই সেহবাগের নাম উঠে আসে। তবে, ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতামত, সেহবাগ যদি সেই দায়িত্বে আসেন, তাহলে ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে অনুকূল পরিবেশেরই সৃষ্টি হবে। তবে, সেহবাগের কাছে যদি এবার সত্যিই সেই প্রস্তাব যায়, তাহলে তিনি সেই দায়িত্বগ্রহণে রাজি হবেন কিনা, এখন সেটাই দেখার বিষয়।