Vaibhav Suryavanshi: ১৪ বছরের বৈভবকেও শচীনের মত এখনই সিনিয়র দলে নেওয়া উচিত: জুবিন ভারুচা
গত আইএসএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। ৩৫ বলে তাঁর দুরন্ত শতরানের কথা আজও ক্রিকেটপ্রেমীরা ভুলতে পারেননি।
Truth of Bengal: মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেট ব্যাট হাতে নজর কাড়তে শুরু করেছেন মুজাঃফরপুরের কিশোর বৈভব সূর্যবংশী। গত আইএসএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। ৩৫ বলে তাঁর দুরন্ত শতরানের কথা আজও ক্রিকেটপ্রেমীরা ভুলতে পারেননি। কাজেই আর দেরি না করে এবার বৈভবকে সিনিয়র জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য জাতীয় নির্বাচকদের কাছে দাবি জানালেন রাজস্থান রয়্যালসের অন্যতম কর্তা জুবিন ভারুচা। এই বিষয়ে উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন কিংবদন্তী প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকরের কথাও (Vaibhav Suryavanshi)।
সংবাদমাধ্যমের কাছে বৈভবকে সিনিয়র দলে দেখতে চেয়ে জুবিন জানান, ‘নির্বাচকদের উচিত বৈভবকে আর দেরি না করে এখনই সিনিয়র জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। যেমনটা করা হয়েছিল শচীনের সময়। এই মুহূর্তে ভারতীয় এ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে, বৈভবকে ওই দলে সুযোগ দেওয়া উচিত। কেননা আমার মনে হয়, অস্ট্রেলিয়া এ দলের হয়ে যাঁরা বোলিং আক্রমণের দায়িত্বে রয়েছেন, বৈভব তাঁদের বিপক্ষে ডবল সেঞ্চুরি করার ক্ষমতা রাখে (Vaibhav Suryavanshi)।’
বৈভব যে এই বয়সেই কতটা পরিণত হয়ে উঠেছে তার আরও একটা উদাহরণ দিয়ে ভারুচা বলেন, ‘গত আইপিএল-এ রাজস্থান রয়্যালসের অনুশীনের সময় বৈভব যেভাবে ইংল্যান্ড পেসার তথা তাঁর সতীর্থ জোফ্রে আর্চারের বলে সাবলীলভাবে শট খেলছিলেন, তা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন কোচিং স্টাফদের পাশাপাশি আর্চারও। ওই সময় একটা বল যেভাবে বৈভব বাউন্ডারি হাঁকাল তা এক কথায় অসাধারণ। অথচ যখন বৈভবকে নেটে আর্চারের বল খেলার জন্য তৈরি হচ্ছিল, তখন দেখে আমরা সকলেই অবাক হয়ে গিয়েছিলাম। পরে দেখলাম আর্চারকে কিভাবে সামলাতে হয় সেটা ও ভালই রপ্ত করে নিয়েছে।’
উল্লেখ্য, বৈভব সম্প্রতি অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে অস্ট্রিলয়ার বিপক্ষে সিরিজ খেলছে। সেখানেও ৭৮ বলে সেঞ্চুরি হাঁকিয়েও নজির গড়ছেন ১৪ বছর বয়সী এই কিশোর। এখন দেখা যাক কবে বৈভবকে সিনিয়র জাতীয় দলের জন্য নির্বাচকরা মনোনীত করেন সে দিকেই নজর রয়েছে সকলের (Vaibhav Suryavanshi)।






