ফুটবলের জন্যই কর্তাদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন উদয় কোনার
Uday Konar is running from door to door to bosses for the sake of football

Truth of Bengal: মুম্বইয়ের কুপারেজ স্টেডিয়ামের সামনে একদল শিশুকে নিয়ে ফুটবল খেলা শেখান প্রতিনিয়ত। এই কুপারেজকে সঙ্গী করেই তাঁর ফুটবলার হওয়া। মুম্বই থেকে উত্থান হলেও, একটা সময় সবুজ-মেরুন জার্সি গায়ে দিয়ে খেলেছেন কলকাতা ময়দানেও। তিনি উদয় কোনার।
বাগানের এই প্রাক্তন ফুটবলার এখন ভবিষ্যতের প্রজন্মকে তুলে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। উদয়ের একটাই ইচ্ছা, তাঁর মতো এই মুম্বই শহর থেকে উঠে আসুক ভবিষ্যত প্রজন্মের ফুটবলাররা। উদয়ের আর্থিক অবস্থা সেরকম স্বচ্ছল নয়। তবুও ফুটবলই তাঁর ধ্যানজ্ঞান। ফুটবলই তাঁর কাছে সবকিছু। উদয় জানান, ফুটবলের জন্য আমি আমার জীবনের সবকিছু ত্যাগ করতে পারি। কেননা আমার আজ এই পরিচিত তা ফুটবলের জন্যই। ফুটবল আমাকে ভারতবর্ষের সেরা ক্লাবের জার্সি পড়তে সাহায্য করেছে। কাজেই আমিও ফুটবলকে কিছু ফিরিয়ে দিতে চাই। সেই কারণে শত কষ্টের মাঝেও আমি মুম্বইয়ে ফের ফুটবল শুরু করার জন্য লড়াই করে যাচ্ছি।
কিন্তু এই লড়াই লড়তে গেলে যেমন দরকার অর্থ, ঠিক তেমনই দরকার লোকবল। উদয়ের যে এই দুইয়ের কিছুই নেই। আছে অদম্য জেদ ও ফুটবলকে ঘিরে মানসিক ইচ্ছা। সেই কারণেই প্রতিনিয়ত ছুটে চলেছেন ফুটবল কর্তাদের দ্বারে দ্বারে। ছুটে গিয়েছেন একদা সতীর্থ বর্তমান এআইএফএফ-র প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কাছেও।
একটা সময় বাণিজ্য নগরীর কুপারেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোভার্স কাপ ফুটবলের মতো টুর্নামেন্ট। যেখানে বিদেশি দলগুলির পাশাপাশি, অংশ নিত ভারতের সব নামি দলগুলি। কালের নিয়মে আজ রোভার্স কাপ আর হয় না। ২০ বছরের ওপর বন্ধ হয়ে গিয়েছে মুম্বই লিগ ফুটবলও। তাহলে ফুটবলার উঠবে কোথা থেকে?
তাই এআইএফএফ-র প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে উদয় দাবি জানিয়েছেন অবিলম্বে রোভার্স কাপ ও মুম্বই ফুটবল লিগ চালু করা হোক। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে প্রাক্তন ফুটবলারকে আশ্বস্ত করেছেন। এতেই খুশি ময়দানে খেলা এই ফুটবলারটি। বললেন, প্রেসিডেন্ট যেভাবে আমাকে সময় দিয়ে আমার কথা মনযোগ দিয়ে শুনেছেন আমি বিশেষভাবে কৃতজ্ঞ তাঁর কাছে।
তবুও এখনই লড়াই থামাতে চান না উদয়। বললেন, মুম্বইয়ের মাঠগুলিতে যখন কোনও শিশুর দল ফুটবল নিয়ে খেলতে থাকে, চোখে পড়লে দাঁড়িয়ে পড়ি। হাতে ধরে শিখিয়ে দিই ভুল-ভ্রান্তিগুলি। আবার কখনও নেমে পড়ি ওঁদের সঙ্গে খেলতে। ওঁদের উৎসাহ দিই প্রতিনিয়ত। না হলে ওঁরা ফুটবল খেলবে কেন।
এভাবেই আপনি ফুটবলের জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যান উদয়। একদিন না একদিন আপনি এই লড়াইেয় জয়ী হবেন-ই। সেদিন শুধু আপনার জয়ের পাশাপাশি, জয় হবে ফুটবলের-ও।