
The Truth of Bengal: এশিয়ান গেমসে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান। আর তারপরেই জার্সি তুলে ট্যাটু দেখালেন রাইজিং স্টার তিলক ভার্মা। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হানঝাউয়ের জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের ব্যাট করতে নেমে কেন এমন অভিনব সেলিব্রেশন? প্রশ্নের উত্তর দিলেন খোদ তিলক।
এদিন হাফসেঞ্চুরি করে জার্সির ডানদিকের অংশ তুলে দেখিয়েছিলেন তিলক ভার্মা। ট্যাটুতে ছিল তিলক ভার্মার বাবা-মায়ের ছবি। এদিন ম্যাচ শেষে এই অভিনব সেলিব্রেশনের ব্যাখা দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ট্যাটুটি তাঁর মাকে দেখানোর জন্য জার্সি তুলেছিলেন। কারণ শেষ কয়েকটি ম্যাচ তাঁর ভালো যায়নি। ফলে মাকে প্রমিস করেছিলেন যদি এদিনের ম্যাচে ভালো স্কোর করতে পারেন তবেই জার্সি তুলে তাঁদের ছবি দেখাবেন।
A stroke-filled half-century for Tilak Varma & a heart-warming celebration for his mom follows ♥️
What an inspiring, classy young talent this #TeamIndia southpaw is 👏🙌#Cheer4India #INDvBAN #Cricket #HangzhouAsianGames #AsianGames2023 #SonyLIV pic.twitter.com/mw9EsWpKrl
— Sony LIV (@SonyLIV) October 6, 2023
এছাড়া এই হাফসেঞ্চুরি তিলক ভার্মা ডেটিকেটেড করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার মেয়ে সামাইরাকেও। এদিন ২৬ বলে ৫৫ রানের দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়েছেন তিলক। তাতে রয়েছে ২টি চার ও ৬টি ছয়। স্ট্রাইক রেট ছিল ২১১.৫৩। এদিনের ম্যাচে ভারতের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে যায় বাংলাদেশ। ১০০-এর গণ্ডি পেরোনোর আগেই মাত্র ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ৯৭ রান অনায়াসে তুলে নেন ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত। ৬৪ বল বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে যায় ভারত। এখন অপেক্ষা শুধু সোনা জয়ের।
Free Access