খেলা

আন্তর্জাতিক আদালতে রায়দান পিছোলেও ইতিবাচক হবে!

The verdict in the international court will be positive even if it is rejected

The Truth Of Bengal: আন্তর্জাতিক আদালতে সমাধান হয়নি বিনেশের রূপো পাওয়ার বিষয় । কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস কার্যত সিদ্ধান্তকে ঝুলিয়ে রেখেছে। তবে নতুন করে আন্তর্জাতিক আদালত এই মামলার রায় দান করবে আগামী ১৬ তারিখ।

ক্রীড়া আদালতের দেওয়া বিবৃতিতে অনুযায়ী , আর্টিকেল ১৮ অনুযায়ী করা এই আবেদনের রায় জানানোর জন্য কিছুটা সময় নেওয়া হচ্ছে। ১৬ই আগস্ট এই মামলার রায়দান করা হবে । যা প্যারিসের সময় অনুযায়ী সন্ধ্যে সাড়ে ছ টায় ।প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি কুস্তিতে বিনেশ ফোগাটের ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় তাঁকে বাদ পড়তে হয়েছে এই টুর্নামেন্ট থেকে।

তবে এখানেই থেমে থাকেননি বিনেশ ফোগাট । তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত যান এবং সেখানে তিনি রুপো দেওয়ার দাবি করেন। যদিও বিনেশের যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি এই প্রতিযোগিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনা জয় করে নিয়েছেন। ভিনিশ ফোগাট অবশ্য ক্রীড়া আদালতে ভার্চুয়ালি তার বক্তব্য জানিয়েছেন,তবে স্ওয়াল করেছেন তার আইনজীবীরা।

বিনেশের হয়ে লড়ছেন আইনজীবী হরিশ সালভে ও বিধুস্পাত সিঙ্ঘানিয়া । এই আইনজীবী দুজনেই ক্রিড়া বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত। মনে করা হচ্ছে বিনেশের রায়দান পিছিয়ে গেলেও ইতিবাচক হতে চলেছে সেই রায়দান। রুপা আসবে বিনেশ ফোগাটের হাতে।

 

Related Articles