খেলা

ছন্দ হারিয়ে সংকটে শুভমান, আফগানিস্তান সফরে রোহিত ও বিরাট দলে ফিরতেই চাপ বেড়ে গেল শুভমানের

The pressure on Shubman increased when Rohit and Virat returned to the Afghanistan tour

The Truth Of Bengal : বিশ্বকাপের আগে শেষবারের মতন টিম ইন্ডিয়াকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে হবে। আর এই সিরিজটি বিশ্বকাপের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তবে ভারতীয় দলের ইনফর্ম ব্যাটসম্যান শুভমান গিলের ক্যারিয়ার রয়েছে সংকটে। ওডিআই ফরম্যাট ব্যাতিত শুভমানকে অন্য কোনো ফরম্যাটে  দেখা যাচ্ছে না। আসন্ন আফগানিস্তান সফরে রোহিত শর্মা  ও বিরাট কোহলি  দলে ফিরতেই চাপ বেড়ে গেল শুভমানের। অন্যদিকে, রঞ্জি ট্রফিতে দাপিয়ে রান বানাচ্ছেন পূজারা  যে কারণে এবার শুভমানকে বাদের খাতায় নাম লেখাতে হতে পারে।

শুভমান তার টেস্ট ক্যারিয়ারে ২০ টেস্ট খেলে মাত্র ৩০.৫৮’র গড় ধরে রাখতে সক্ষম হয়েছেন, যেখানে ২ বার শতরান সহ ১০৪০ রান বানাতে সক্ষম হয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের বিচারে এটা খুবই খারাপ একটি স্কোর, প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও তার বিরুদ্ধে নানান অভিযোগ এনেছে। ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বারের মতন শতরান হাঁকিয়েছিলেন শুভমান, তারপর থেকে কোনোরকম শতরান বা অর্ধশতরান দূরের কথা ৪০’এর গন্ডিও টপকায় নি গিল। ভারতীয় দলের এই ব্যাটসম্যান একেরপর এক ম্যাচে ফ্লপ পারফরমেন্স দিয়ে আসছেন। ফ্লাট পিচে জমিয়ে ব্যাটিং করছেন আর যখনই চ্যালেঞ্জিং পিচ সামনে আসছে তখনই ফ্লপ হচ্ছেন শুভমান।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২,২৬,৩৬,১০ রানের ইনিংস খেলেছেন। শেষ ৯ ইনিংসে ১৮.৭৫ গড়ে মাত্র ১৫০ রান বানিয়েছেন। প্রসঙ্গত  রঞ্জি ট্রফির ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ২৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্ট দলে প্রত্যাবর্তনের বড় সুযোগ রয়েছে চেতেশ্বর পূজারার কাছে। ৩৫৬ বলে ২৪৩ রানের ইনিংস খেলেন তিনি যেখানে ৩০টি বাউন্ডারি শামিল ছিল। জাতীয় দলে আবার ডাক পেলে পূজারা ছিনিয়ে নেবেন গিলের জায়গা।

 

FREE ACCESS

Related Articles