খেলা

অলিম্পিক্সের ভেন্যুতেই বসবে প্যারালিম্পিক্সের আসর

The Paralympics will be held at the venue of the Olympics

The Truth of Bengal: দীর্ঘদিন মধ্যেই ফ্রান্সের রাজধানী প্যারিসে বসতে  চলেছে প্যারালিম্পিক্সের  আসর। সে কারণে সেরা অ্যাথলিটরা আসতে শুরু করেছেন প্যারিস  শহরে। এ প্যারালিমপিক্স এর জন্য খুব বেশি আয়োজন করতে হচ্ছে না কর্তৃপক্ষকে কারণ যেহেতু দিন কয়েক আগে অলিম্পিক শেষ হয়েছে সে কারণে সে একই ভেন্যুতে একই আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ প্যারাল্যাম্পেক্স। অলিম্পিকসের জন্য ব্যবহৃত ৩৫টি ভেন্যুর মধ্যে 18 টিতে বুঝতে চলেছে কার অলিম্পিকস এর আসর।

যেমন লা ডিফেন্স এরিনায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চলতি বছরে ২৮ আগস্ট থেকে শুরু হওয়া প্যারালিম পিকচারের আসরও চলবে আট সেপ্টেম্বর পর্যন্ত। অন্যান্য দেশের প্রতিযোগীদের মতো ইতিমধ্যে  ভারতীয় অ্যাথলিটরা প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্যারিসের চেক গেমস  ভিলেজে অলিম্পিয়ানরা থাকতেন ঠিক সেখানেই প্যারা অ্যাথলিটরাও   থাকবেন। তবে তাদের অনুশীলন হবে স্পোর্টস কমপ্লেক্সে।

ভারতের প্যরালিম্পিয়ানরা এখনও পর্যন্ত মোট ৯টি সোনা, ১২টি রুপো ও ১০টি ব্রোঞ্জ জিতেছেন প্যারালিম্পিক্সের আসর থেকে। প্যারালিম্পিক্সের আসরে ভারত এই নিয়ে ১১ বার অংশ নিতে চলেছেন। ১৯৬০ সালে প্রথমবার প্যারালিম্পিক্সের আসর বসে ।এখনো পর্যন্ত ভারতীয় অ্যাথলিটরা টোকিও প্যারালিম্পিক্সের আসরে সব থেকে ভালো পারফর্ম   করেছেন ।সেবার মোট ১৯টি পদক জিতেছিলেন তাঁরা। যার‌মধ্যে ৫টি সোনা রয়েছে ,রুপো রয়েছে  ৮টি। ব্রোঞ্জ রয়েছে ৬ টি । তবে এবার অর্থাৎ  ২০২৪ এ  অ্য়াথলিটরা মোট ১২ টা পদক জিতবে এবং তার মধ্যে ৫ টি সোনা থাকবে বলে আশাবাদী দলের হেড কোচ সত্যনারায়ণ বিশ্বাস।

Related Articles