
The Truth of Bengal: ২০২৪ জুনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের জন্য দিন গুনছে ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। সেই বিশ্বকাপকে মাথায় রেখে দক্ষিণ আফ্রিকা নতুন করে দল সাজাতে চাইছে ,সেই নতুন দলে পুরনো অধিনায়ক আনতে চাইছে। ২০০৭ সাল থেকে প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া আফ্রিকার জয় এখনো অধরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মতো কঠিন প্রতিপক্ষকে হারালেও শেষ পর্যন্ত জয় পায়নি।
সাফল্যের সন্ধানে তাই প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিকে ফেরানোর ভাবনা রয়েছে তাদের। ভারতের বিরুদ্ধে সম্প্রতি যে টি-টোয়েন্টি সিরিজ হয়েছে সেখানেও জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪০ ছুঁইছুঁই এই প্রাক্তন অধিনায়কে ভরসা রাখছে তার দল। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গে মনোমালিন্যের কারণে ফ্যাফ ডুপ্লেসি ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কারণে নতুন করে তাকে ফিরিয়ে আনার ভাবনা রয়েছে।
এবি ডিভিলিয়ার্স , ডেভিড মিলারের মতো টি-টোয়েন্টি দুনিয়ার মহা তারকা এদেরকে দিয়ে খেলালেও ট্রফির স্বাদ পায়নি। চোকারস তকমা সাউথ আফ্রিকার সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে গিয়েছে। সেই কারণে সেই তকমা সরানোর জন্য ও ঘুরে দাঁড়ানোর জন্য এই ভাবনা নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ফ্যাফ ডুপ্লেসি আন্তর্জাতিক ক্রিকেটের দরোজা বন্ধ রাখতে চান না বরং খুলে দিতে চান এমনটাই জানা গেছে। উল্লেখ্য, আইপিএলের তার দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ সকলে। এমন পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে দক্ষিণ আফ্রিকা শিবিরে ফের একবার ফেরানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। তার পরেই তাকে দলে ফেরানোর ভাবনা রয়েছে দ: আফ্রিকার অন্দরে।