খেলা
Trending

T20 World Cup Final: মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা, ফাইনাল ম্যাচে বৃষ্টি হলে কী হবে?

T20 World Cup Final: Just hours away, India vs South Africa final at Barbados

The Truth Of Bengal: আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। আর তারপরেই বার্বাডোজের পিচে একে অপরের বিপক্ষে নামতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তবে এবারের বিশ্বকাপে অনেকবারই ভিলেন হয়ে সামনে এসেছে বৃষ্টি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেও বৃষ্টির মুখে পড়তে হয় ভারতকে। ফাইনালেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। সেখানকার আবহাওয়ার পূর্বাভাস জানান দিচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের মাত্রা ৫১ শতাংশ হওয়ার সম্ভাবনা। যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচের ভবিষ্যৎ কী? শনিবার বৃষ্টির কারনে এই ম্যাচ ভেস্তে গেলে রবিবার ৩০ জুন রিজার্ভ ডেতে এই ম্যাচ হওয়ার কথা। আইসিসি ফাইনাল ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রেখেছে। তবে যদি ম্যাচ শুরু হয় সেক্ষেত্রে আইসিসির নিয়ম অনুযায়ী  ম্যাচ হবে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ম্যাচ শেষ করার চেষ্টা থাকবে। নূন্যতম সংখ্যক ওভার নির্ধারিত দিনে বোলিং করা না গেলে ম্যাচটি রিজার্ভ ডেতে গিয়ে শেষ হবে। দ্বিতীয় ব্যাট করতে নেমে সবচেয়ে কম ১০ ওভার খেলার সুযোগ পেলে তবেই দিনের দিন ম্যাচেজ ফলাফল হতে পারে। আর তা না হলে ম্যাচ গড়েবে রিজার্ভ ডেতে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্লু আর্মি হোক বা প্রোটিয়া, উভয় দলই একের পর এক ম্যাচে জয়লাভ করেছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার এইটের লড়াই পেরিয়ে ফাইনালের ময়দানে আসাটা নেহাতই সহজ ছিল না দুটো দলের কাছেই। তবে, অতীতে নজর রাখলে দেখা যাবে, দুটো দলের ক্ষেত্রেই একাধিক বাধা এসেছে পূর্বে। ১৯৯৮ সালে উদ্বোধনী চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর আর কোনও আইসিসি পুরুষদের টুর্নামেন্টের ফাইনালে ওঠেনি দক্ষিণ আফ্রিকা। বেশ কয়েকবার সুযোগ পেয়েও ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল প্রোটিয়ারা। ১৯৯২, ১৯৯৯, ২০০৭, ২০১৫ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল বাধা পার হতে পারেনি। তারপর ২০০৯ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যায় তারা। প্রথমবার শিরোপা হাতে নিতে একটি জয় দূরত্বে দলটি। অপরদিকে, ভারতের ক্ষেত্রেও শেষ আইসিসি-র ট্রফি এসেছে ২০১৩ সালে। ২০০৭ সালে প্রথমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে, সেই খরা কাটেনি আজ এত বছর পরেও। আর তাই এবারে জোরকদমে নামতে চলেছে ভারত। পাশাপাশি, উভয় দলের স্কোয়াডে কারা কারা থাকছেন, একনজরে দেখে নেওয়া যাক।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা

দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য প্ৰথম একাদশ:

কুইন্টন ডিকক, রেজা হেন্ড্রিক্স, আইডেন মার্করাম, হেনরিখ ক্ল্যাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অনরিখ নকিয়া, অটোনিল বার্টম্যান
এছাড়া, এদিনের ম্যাচে আবহাওয়া একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, বৃষ্টির জেরে খেলায় সমস্যা দেখা দিলে, রিজার্ভ ডে-র ব্যবস্থা থাকছে বলেও খবর মিলেছে। প্রসঙ্গত, এদিনের ম্যাচ নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন- ” দক্ষিণ আফ্রিকার উচিত আগে ব্যাট করা। নাহলে ভারতের বোলিং-এর সামনে দাঁড়ানো চাপের। ” আর সব মিলিয়ে, সুপার স্যাটারডের সুপার ডুপার ফাইনালের দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

Related Articles