খেলা

বিশ্বকাপের দল ঘোষণা হবে শীঘ্রই, সামনে এল বিরাট আপডেট

T20 WORLD CUP

The Truth of Bengal: আইপিএলে  চলছে । এর পর রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ । চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বসতে চলেছে এই বিশ্বকাপের আসর। কবে দল ঘোষণা হবে তা  নিয়ে চর্চা শুরু হয়ে গেছে ।  ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়া ফাইনাল পর্যন্ত পৌঁছালেও ফাইনাল ম্যাচ আর জিততে পারেনি। রোহিতের ভারত হার দেখেছে । এবার তিনিই নেতৃত্ব দেবেন ।

এক সাক্ষাৎকারে বোর্ড  সচিব আগেই  জানিয়েছেন রোহিতই থাকছেন অধিনায়ক। সকলের একটাই প্রশ্ন দল কবে ঘোষিত হবে ?  এই টুর্নামেন্টে রোহিত শর্মা অধিনায়ক থাকলেও স্কোয়াডে আর কাকে কাকে দেখা যাবে তা স্পষ্ট নয় এখনো।  দল ঘোষণা করা হবে এপ্রিলের শেষ সপ্তাহে । নির্বাচকেরা এই মুহূর্তে আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছেন।  আইপিএল দেখে তবেই দল ঘোষণা করা হবে। তখন আইপিএলের প্রথমার্ধ শেষ হয়ে যাবে।

এবং যারা চোটের জন্য দলের বাইরে রয়েছেন তাদের ফিটনেস নিয়েও আপডেট পাবেন বোর্ড কর্তারা । ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত খেলা হবে। ভারত  অভিযান করবে ৫ জুন । আর ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ হবে ৯ জুন নিউইয়র্কে। কয়েকমাস আগে জল্পনা তৈরি হয়েছিল হার্দিক দিতে পারেন নেতৃত্ব । সেই সব জল্পনার অবসান হয়েছে ।‌ জয় শা  জানিয়েছিলেন রোহিত থাকছেন অধিনায়ক । এবার শুধু অপেক্ষা দল ঘোষণা নিয়ে ।

Related Articles