নতুন ভূমিকায় সুনীল, ইউরো কাপে জুটি বাঁধবেন ভাইচুং- সুনীল
Sunil in a new role, Vaichung-Sunil will pair up in the Euro Cup

The Truth of Bengal: শেষ থেকে শুরু। নতুন শুরু। ভারতীয় জার্সিতে পথচলা শেষ করেছেন সুনীল ছেত্রী । তারপর নতুন করে পথ চলা শুরু করছেন তিনি। ভাইচুং ভুটিয়ার সঙ্গে জুটি বাঁধলেন সদ্য প্রাক্তন ভারত অধিনায়ক। ইউরো কাপের ধারাভাষ্য দেবেন এই দুজন । শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে এবারের ইউরো কাপ প্রতিযোগিতার ফাইনাল রয়েছে ১৪ই জুলাই। ধারাভাষ্য প্যানেলে এবার যাদেরকে দেখা যাবে তার মধ্যে অন্যতম সুনীল ছেত্রী।
নতুন দায়িত্ব পেয়েছেন ছেত্রী । জানাচ্ছেন ইউরো ২০২৪ দরজায় কড়া নাড়ছে । ধারাভাষ্যকারদের প্যানেলে অংশ হতে পেরে খুব ভালো লাগছে , গর্ববোধ করছেন তিনি। বিভিন্ন প্যানেলিস্ট রাও থাকবেন। ইউরো কাপের আনন্দ যাতে আরও বেশি করে উপভোগ করতে পারেন দর্শকেরা সে কারণে সম্প্রচারকারি সংস্থার তরফ থেকে ভারতীয় দলের অধিনায়ক গুরপ্রীত সিং সিন্ধু , রবিন সিংহ কেও রাখা হচ্ছে।
উল্লেখ্য এবারের ইউরো কাপে অংশ নেবে ফিফা এ প্রথম ১০ এর মধ্যে থাকা আটটা দল তার মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল পর্তুগাল , হ্যারি কেনের ইংল্যান্ড, এরিকসেনের ডেনমার্ক, এমবাপের ফ্রান্স ক্রুসকের জার্মানি। সুনীল ছেত্রী কে ধারাভাষ্য দিতে দেখে নিশ্চিত ভাবে খুশি হবেন সমর্থকরা। কারণ এর আগে তিনি দলের পিছনে দৌঁড়াচ্ছেন গোলের জন্য। এবার তিনি এক অন্য ভূমিকায় খেলাটাকে দর্শকের কাছে আরো সহজ ভাবে বোঝানোর জন্য উপস্থাপন করবেন, ধারাভাষ্য দেবেন।