
Truth Of Bengal: মাদক পাচারের মামলা দোষী সাব্যস্ত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার স্ট্রুয়ার্ট ম্যাকগিল। নিউ ওয়েলস জেলা আদালত এই রায় ঘোষণা করেছে। এবং আটদিন ধরে বিচারের পর বিপুল পরিমাণে নিষিদ্ধ ওযুধ সরবরাহের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে যেহেতু লেনদেনের সঙ্গে যুক্ত থাকায় ম্যাকগিলকে অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, প্রাক্তন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার তাঁর সহযোগীর এক ভাই ও ডিলারের মধ্যে মাদক চুক্তিতে সহায়তা করেছিলেন। এবং ওই মধ্যস্থতাকারী হিসাবে তিন লক্ষ তেত্রিশ হাজার ডলারের এক কেজি কোকেন পাচার বিনিময়ের মধ্যস্থা করা হয়েছিল বলেও জানা গিয়েছে সূত্র মারফত।
নিজের দোষ অস্বীকার করে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার সে দেশের সংবাদমাধ্যমের কাছে জানান, ‘সিডনির উত্তরে অবস্থিত একটি রেস্তোঁরায় এই মাদক লেনদেনের বৈঠক হয়। কিন্তু তিনি কোনও চুক্তিতে স্বাক্ষর করেননি। এই ক্ষেত্রে মাদক লেনদেনের বিষয়ে তাঁর আগে কোনও ধারণাই ছিল না। এদিকে ম্যাকগ্রিলকে আদালত দোষী সাব্যস্ত করলেও শাস্তির সাজা এখনও ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, আট সপ্তাহ বিরতির পরই ওই প্রাক্তন অজি লেগ স্পিনারের সাজা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।