খেলা

বিশ্বকাপে জায়গা পাকা শিবমের !

Shivam's place in the World Cup!

The Truth Of Bengal :  টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার হার্দিক পান্ডিয়ার জায়গায় সুযোগ পেতে চলেছেন  শিবম দুবে। এমনই মন্তব্য করেছেন প্রাক্তন কোচ ও প্লেয়ার ভেঙ্কটেশ প্রসাদ। এখনো পর্যন্ত শিবম দুবে চেন্নাই সুপার কিংসের হয়ে IPL-এ ১৬০ স্ট্রাইক রেটে ১৭৬ রান করেছেন। এই নজর কারা পারফরম্যান্সের জন্য শিবম পেতে চলেছেন সুযোগ।

আইপিএল চলছে। তারপরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।  প্রত্যেকজন খেলোয়াড়ের  নজর হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। আইপিএলে ভালো পারফর্মেন্সের মাধ্যমে  টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ করতে  চাইছেন সব খেলোয়াড়রা । টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে নির্বাচক কমিটির আইপিএলের পারফর্ম কে বিচার করে তবেই দল ঘোষণা করবে বলে আগেই জানা গিয়েছিল। আর এ বিষয়ে এবার প্রাক্তন ভারতীয় কোচ ও প্লেয়ার ভেঙ্কটেশ প্রসাদ মনে করছেন হার্দিকের   থেকে  এগিয়ে রয়েছে শিবম দুবে। এ বিষয়ে এক্সে পোস্ট করে নিজের মতামত তিনি জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন হার্দিক পান্ডিয়া বাদও পড়তে  পারেন। এখনো পর্যন্ত শিবম দুবে চেন্নাই সুপার কিংসের হয়ে IPL-এ ১৬০ স্ট্রাইক রেটে ১৭৬ রান করেছেন।

নির্বাচকরা এখন প্রত্যেকজন খেলোয়াড়ের দিকে নজর রেখেছেন। তাদের পারফরম্যান্স কেমন হচ্ছে তা বিচার করে এই দল ঘোষণা করা হবে । আর মে মাসের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ।জানা গিয়েছে ,  এপ্রিলের শেষ সপ্তাহে দল ঘোষণা করতে হবে বোর্ডকে। ২৫ শে মে এর মধ্যে পরিবর্তনের  সুযোগও থাকছে। শিবম দুবেকে শুধুমাত্র বিশ্বকাপ দলে নিলেই হবে না সেরা একাদশে নিতে হবে  বলেই এক্সে উল্লেখ করেছেন ভেঙ্কটেশ প্রসাদ। আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখান থেকে নতুন নতুন খেলোয়াড় উঠে আসে। আইপিএল থেকে জাতীয় দলের সুযোগ পাওয়া  খেলোয়াড়দের তালিকাও বেশ চওড়া। শিবম যদি জাতীয় দলের সুযোগ পায় এবং যদি সেরা একাদশে তার জায়গা হয় তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না।

Related Articles