
The Truth of Bengal: আর্থিক সংকটের জেড়ে পাকিস্তান বারবার খবরের শিরোনামে আসে । এবারও একই ছবি , একই বিষয়, এবার সংকট ক্রিকেটের ক্ষেত্রে। চোটের কবলে পড়েছিলেন শাদাব । ম্যাচ চলাকালী এই চোট পান শাদাব । তারপরেই মাঠ ছাড়েন তিনি তখন কোনো স্ট্রেচার ছিল না , তাই সতীর্থে কাঁধে চেপে মাঠে ছেড়েছেন সেখানেই প্রশ্ন উঠছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা কি এতটাই খারাপ যে স্ট্রেচারও জুটছে না খেলোয়াড়দের। জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় রাওয়ালপিন্ডির হয়ে সিয়ালকোটে খেলেছিলেন শাদাব খান। বেকায়দায় পড়ে পা মচকে যায়। আর হাঁটতে না পারায় তখনই মাঠের বাইরে যাবার সময় ছবিতে ধরা পড়ে তিনি তার সতীর্থের কাঁধে চেপে মাঠ ছাড়লেন।
রাজনৈতিকভাবে বেশ উত্তপ্ত পরিস্থিতি থাকে পাকিস্তানে তার মাঝে আর্থিক সংকটের বিষয়ে ও বিভিন্ন সময় বহু খবর সামনে আসে আর এবার ক্রিকেটের যে এই অবস্থা তা নিয়ে শিরোনামে পাকিস্তানি ক্রিকেট বোর্ড। তবে শাদাবের চোট কতটা গুরুতর তা মাঠ ছাড়ার সময় বোঝা না গেলে পরে জানা গেছে চোট সেভাবে গুরুতর নয়। যদিও পরে আর তাক ম্যাচে দেখা যায়নি পরবর্তী যে ম্যাচ রয়েছে সেখানে শাদাবকে দেখা যেতে পারে। এমনিতেই বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান খবরের শিরোনামে এসেছে।
বহু কটাক্ষের শিকার হতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সেই কটাক্ষ এখনো চলছে, তার মাঝে আবারো নতুন বিতর্ক নতুন সমস্যা। সাদা সতীর্থের কাঁধে চেপে মাটির বাইরে আসার ভিডিও সোশ্যাল সাইটে বেশ ভাইরাল হয়েছে। আর্থিক সংকট কতটা চরমে উঠলে এই অবস্থা হতে পারে তা নিয়েই মূলত প্রশ্ন তুলছেন নেট নাগরিকেরা। উল্লেখ্য, পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা বিশ্বকাপে ভরাডুবির পর ক্রিকেট বোর্ডকে নানা রকম ভাবে দোষারোপ পাল্টা দোষারোপ করছে এবং কটাক্ষ করছে।