সল্টের অনবদ্য সেঞ্চুরি, প্রথম টি-টোয়েন্টিতে জয় ইংল্যান্ডের
Salt's incredible century helps England win first T20

Truth Of Bengal: ক্যারিবিয়ান বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই জয় তুলে নিল ইংল্যান্ড। ব্রিটিশদের জয়ের নেপথ্যে ছিলেন ব্যাটসম্যান ফিল সল্ট। তাঁর অনবদ্য সেঞ্চুরির সুবাদেই কার্যত জয় হাসিল করে নিল ইংল্যান্ড। সল্ট অপরাজিত থাকলেন ১০৩ রানে।
এই শতরানের সঙ্গে সঙ্গেই সল্ট শতরানের নিরিখে ছাড়িয়ে গেলেন জাতীয় দলে তাঁরই সতীর্থ জশ বাটলারকে। কুড়ি বিশের ম্যাচে সল্টের ঝুলিতে এখন রয়েছে তিনটি সেঞ্চুরি। সেখানে বাটলরারের রয়েছে দুটি। আর কয়েকদিন বাদেই রিয়াধের মাটিতে বসছে আইপিএল-এর নিলাম। তার আগে টি টোয়েন্টিতে সল্টের এই শতরান নেহাতই আইপিএল-এর আগে অনুশীলন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, বার্বাডোজে আয়োজিত প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৯ উইকেটে ১৮২ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বত্র রান করেন অভিজ্ঞ নিকোলাস পুরাণ। তাঁর সংগ্রহ ৩৮ রান। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক সিমরন হেইটমার।
জবাবে ব্যাট করতে নেমেই মাত্র ৫৪ বলে ৬টি ওভার বাউন্ডারি এবং ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৩ রান করেন সল্ট। তাঁকে যোগ্য সঙ্গত দেন জেকব বেথেল। ৩৬ বলে তাঁর সংগ্রহ ৫৮ রান। সল্টের সঙ্গে অপরাজিত থাকেন তিনিও। কোনও রান না পেয়ে ক্যারিবিয়ান অধিনায়কের মতো শূন্য রানেই প্যাভেলিয়নে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারও। সল্ট এবং জেকবের কাঁধে ভর করেই ১৬.৫ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড।