ক্লাব ফুটবলে রোনাল্ডোর নয়া নজির, ৭৫০ গোলের অধিকারী রোনাল্ডো
Ronaldo's new example in club football, Ronaldo who has 750 goals

The Truth of Bengal: নতুন রেকর্ড করা রোনাল্ডোর যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। মাঠে নামলেই তিনি গোল করবেন। আর সেই গোলেই রেকর্ড করেন তিনি। এবার সৌদি প্রো লিগে আল সাবাবের বিপক্ষে খেলতে নেমেছিলো রোনাল্ডোর দল। আল নাসের আর এই ম্যাচে আল সাবাবের বিপক্ষে তিন গোল করে আল নাসের। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩ – ২। রোনাল্ডো একটি মাইল ফলক স্পর্শ করেছেন তা হলো ক্লাব ফুটবলে ৭৫০ গোল ছিল এটি তার।ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সংখ্যাটা ৮৭৭।
প্রথম থেকেই খেলার ঝাঁজ বেশ বজায় রেখেছিল আল নাসেরের খেলোয়াড়রা। এই ম্যাচে প্রথম সুযোগ পায় আলনাসের ২১ মিনিটে। গোল করেন রোনাল্ডো। বয়স যেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাছে কেবলই একটা সংখ্যা মাত্র। ৩৯ বছর বয়সেও নতুন করে নিজেকে খুঁজে বের করেছেন এই তারকা। এই ম্যাচে শুরুর গোলটা করেন রোনাল্ডো নিজে। একের পর এক রেকর্ড করে চলেছেন রোনাল্ডো। কেরিয়ারের পড়ন্ত বেলায় এসেও এই মহতারকা এখনো ছুটছেন। তার পা দুটো ছুটছে গোলের জন্য। আল নাসরের জার্সিতে ম্যাচ খেললেন তিনি।এর আগেও রোনাল্ডো একাধিক নজির গড়েছেন। তার ফুটবল কেরিয়ারের ১২০০তম ম্যাচ কয়েক মাস আগে খেলেছেন তিনি । তিনি সেই ম্যাচেও জয়ী হয়েছিল আল নাসের । ১২০০তম সেই ম্যাচে আল নাসের জয়ী হয়েছিল ।
এই ম্যাচে রোনাল্ডো নজিড় গড়ার পাশাপাশি তিনি বিতর্কেও জড়িয়েছেন তিনি যে অঙ্গভঙ্গি করেছেন তার জন্য বেশ সমালোচনারও শিকার হয়েছেন রোনাল্ডোও। জয়ের পর যেমন আল নাসের কর্তৃপক্ষ খুশি তেমন খুশি রোনাল্ডো নিজেও। আসলে রোনাল্ডোকে সমালোচনা পিছন ছাড়ে না।