‘গাজার ভাইবোনদের’ সেঞ্চুরি উৎসর্গ করলেন রিজওয়ান
Rizwan dedicated the century to the 'brothers and sisters of Gaza'

The Truth of Bengal: চলতি বিশ্বকাপে দারুণ সময় পার করছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। প্রথম ম্যাচে দুর্দান্ত ফিফটির পর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম শতকের দেখা পেয়েছেন তিনি। নিজের ‘বিশেষ’ এই সেঞ্চুরি গাজার মানুষের প্রতি উৎসর্গ করেছেন পাকিস্তানের তারকা এই ক্রিকেটার।বুধবার (১১ অক্টোবর) টুইটে রিজওয়ান লিখেছেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।
’ ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে সেখানকার প্রায় ২৩ লাখ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ।‘গাজার ভাইবোনদের’ সেঞ্চুরি উৎসর্গ করে রিজওয়ান আরও লেখেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলিকে।
তারাই ম্যাচটিকে সহজ করেছে। যেভাবে হায়দরাবাদের মানুষ আমাদের সমর্থন দিয়েছে, তাদের কাছেও কৃতজ্ঞ।’উল্লেখ্য, মঙ্গলবার শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় দাড় করায়। কিন্তু মোহাম্মদ রিজওয়ানের দারুণ শতকে ৬ উইকেটের বড় জয় পায় পাকিস্তান। এছাড়া তাকে আবদুল্লাহ শফিকের সেঞ্চুরিতে পাহাড়সম রান তাড়া করে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের জয় পায় পাকিস্তান।
Free Access