খেলা

বিশ্বকাপের আগেই বড় চমক ইন্ডিয়া টিমে! এন্ট্রি নিলেন অশ্বিন

Ravichandran Ashwin

The Truth of Bengal: সদ্য সমাপ্ত হয়েছে ৬ দলের এশিয়া কাপ ভারতীয় দল অষ্টম বারের জন্য এই খেতাব নিজের নামে করলো। প্রথম থেকেই দুর্দান্ত পারফরমেন্স চালিয়ে গেছে ভারতীয় দলের প্লেয়াররা, এরপর মেগা ফাইনালে শ্রীলংকার বিরুদ্ধে ভারত ১০ উইকেটে জয়লাভ করে এই খেতাব নিজেদের নাম করলো। সামনে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ আর এই বিশ্বকাপকে পাখির চোখ করতে প্রস্তুত টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার আগে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে চলেছে তাদের আগামী দিনের ম্যাচ। আগামী শুক্রবার থেকে ভারতীয় দল মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার।

তিন ম্যাচের এক দিনের সিরিজ়‌ের জন্য দু’ ভাগে ভাগ হয়েছে ভারতীয় দল। সামনে বিশ্বকাপের দিকে নজর রেখেই দলের সিনোর প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হয়েছে ও চোট থেকে ফিরে আসা রাহুল , শ্রেয়স আইয়ার  ও জসপ্রীত বুমরাহকে  দেখা যাবে দলে। তবে এনারা ছাড়া এশিয়া কাপে যাঁরা টানা ক্রিকেট খেলেছেন, তাঁদের প্রথম দু’টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ভারতীয় দলের মূল দল বা বিশ্বকাপ স্কোয়াডকে তৃতীয় ম্যাচে খেলানোর বন্দোবস্ত করা হয়েছে। ওই ম্যাচে আবার ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে রোহিত শর্মাকে । ভারতীয় দলের হয়ে কামব্যাক করেছেন রবিচন্দ্রন অশ্বিন । ভারতে বিশ্বকাপ  হওয়ার সুবাদে দলে খেলার ডাক পেলেন অশ্বিন। ২০১১ সালের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। অস্ট্রেলিয়া সফরে এই চ্যাম্পিয়ন অফ স্পিনারকে দলে সামিল করা হয়েছে।

এমনকি অশ্বিন ও ওয়াসিংটন সুন্দরকে ভারতীয় বিশ্বকাপ দলের রিজার্ভ প্লেয়ার হিসাবেও বেছে নেওয়া হয়েছে। বিশ্বকাপ দলে অশ্বিনকে খেলাতে চায় টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট যেকারণেই  সুযোগ পেলেন এই বর্ষিয়ান। পাশাপাশি এই এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল , তার পরিবর্তে দলে সুযোগ দেওয়া হয়েছিল ওয়াসিংটন সুন্দরকে। তবে এবার বিশ্বকাপের কথা ও অশ্বিনের অভিজ্ঞতার কথা মাথায় রেখে দলে দেওয়া হয়েছে সুযোগ। অশ্বিনের ক্যারিয়ারের কথা বলতে গেলে, ৯৪ টেস্টে ৪৮৯ উইকেট নিয়েছেন, ১১৩ ওডিআই ম্যাচে ১৫১ উইকেট নিয়েছেন ও ৬৫ টি টোয়েন্টি ম্যাচে ৭২ উইকেট নিয়েছেন।

 

Related Articles