খেলা
Trending

Rafael Nadal: শেষের পথে নাদাল যুগ ! ফরাসি ওপেন জিততে পারলেন না নাদাল

Rafael Nadal: Spanish tennis player could not win the French Open

The Truth Of Bengal: গতবছর কোর্টে নামতে পারেননি। এবছর অনেক আশা করে নামলেও শেষ পর্যন্ত জিততে পারলেননা রাফায়েল নাদাল । প্যারিসের রোলার গাঁড়োতে রাফায়েল নাদালকে এদিন মুখোমুখি হতে হয়েছে জার্মানির আলেকজান্ডার জেরেভকে । নাদালকে এদিন জেরেভ থামালো ৬-৩, ৭-৬ , ৬-৩ । এই টুর্নামেন্টের আগে নাগাল বলেছিলেন এটাই তার শেষ ফরাসি ওপেন হতে চলেছে । এদিন হারার পর তিনি বলেন , এটাই শেষ তিনি দর্শকদের সামনে এলেন কিনা তা তিনি জানেন না। তবে দর্শকেরা তাকে সমর্থনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এতদিন ধরে সমর্থন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি সকলকে।

ফরাসি ওপেনে ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল এদিন যেভাবে হেরেছেন তারপরে প্রশ্ন উঠছে তার ফিটনেস নিয়ে । আদৌ কি এরপরে তাকে দেখা যাবে ! এর আগে রাফায়েল নাদাল ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত ফরাসি ওপেনে ন বার জিতে ছিলেন তারপর ২০১৭ থেকে ২০২০। টানা চ্যাম্পিয়ন হয়েছেন তিনিই । দু’বছর আগে তিনি ক্লে কোর্টের তিনি মালিক হয়েছিলেন তার স্বপ্নের সফর নিয়ে রয়েছে সংশয় ।

নাদালের থেকে ১০ বয়সের ছোটো প্রতিযোগির কাছে হেরে যেন ক্লান্ত দেখাচ্ছিল নাদাল কে । তবে দশ বছরের ছোট জেরেভ জিতলেও কোনও উচ্ছ্বাস দেখাননি। ম্যাচ হারের পর নিজের ছেলেকে জড়িয়ে বেশ কিছুক্ষণ সময়ও কাটাতে দেখা যায় তাঁকে। তিনি এদিন তাঁর দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এও জানিয়েছিলেন যে, তিনি তাঁর ছেলের জন্য আরও বেশ কিছুটা সময় খেলতে চেয়েছিলেন। এই প্রথমবার ফরাসি ওপেন থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন।

Related Articles