খেলা

সামনের সপ্তাহেই অজি সফরের দল ঘোষণা, থাকছে চমক!

Next week, the team for the tour of Aji will be announced, there will be surprises

Truth of bengal: ভারত ও নিউজিল্যান্ড সিরিজের মধ্যেও সকলের নজর রয়েছে  বর্ডার-গাভাসকর ট্রফির দিকে। আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। ৫টি টেস্ট ম্যাচের সিরিজ হবে। ২২ নভেম্বর হবে প্রথম ম্যাচ । সেখানে সিরিজ জয়ের  দিকেই নজর ভারতীয় দলের। তবে সব থেকে বড় প্রশ্ন,  অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচন হবে কবে?

এবার ভারত-নিউজিল্যান্ড পুনে  টেস্ট সিরিজের  পর অজিত আগরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচক কমিটির বৈঠক হতে পারে। জানা গিয়েছে আগামী সোমবার এই বৈঠক হওয়ার কথা। বৈঠকেই হবে অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা। ভারতীয় দলকে ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে হবে। তার আগে টিম ইন্ডিয়াকে সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে হবে ঋতুরাজ গায়কওয়াডের নেতৃত্বে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা দলে একজন  ফাস্ট বোলিং অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করতে চাইছে বলে সূত্রের খবর। এমত অবস্থায় হার্দিক পান্ডিয়ার নাম ভেসে উঠেছে। কিন্তু প্রশ্ন রয়েছে বরোদার এই অলরাউন্ডারের আদৌ টেস্ট খেলার মতো ফিটনেস রয়েছে কিনা।

এই  পরিস্থিতিতে হনুমা বিহারী, শার্দুল ঠাকুরের মতো খেলোয়াড়রাই বিকল্প হতে পারে ভারতীয় টিমের জন্য, এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ । হনুমার ব্যাটিং ভাল আর শার্দুলের বোলিং। এমন পরিস্থিতিতে নতুন বিকল্পের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

শার্দুল ঠাকুরের নামও বিবেচনা করছেন নির্বাচকরা। গত অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। চোট থেকে সেরে উঠেছেন শার্দুল। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলছেন তিনি। গত মরসুমে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ৩৩  বছর বয়সি শার্দুল ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে ভারতীয় দলের অংশ হননি, তবে ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত খেলছেন।

পাশাপাশি মহম্মদ শামিকে নিয়েও রয়েছে প্রশ্ন। ম্যাচ ফিট হয়ে এই বঙ্গ পেসার যদি অজি সফরে যেতে পারেন, তবে তা প্লাস পয়েন্ট হয়ে উঠবে টিম ইন্ডিয়ার কাছে। এদিকে, ক্যাঙারুর দেশের প্রথম টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর বদলে অভিমন্যু ঈশ্বরণ সুযোগ পান কিনা সেটাই দেখার।

Related Articles