
The Truth of Bengal : রবিবার রাতে তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা নিজেদের নামে করল নাইট রাইডার্স। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এবং গম্ভীরের পরামর্শে এই মরশুমে কলকাতা নাইট রাইডার্স অপ্রতিরোধ্য ছিল। আইপিএল শেষ হতে না হতেই এরই মধ্যে নাইট রাইডার্স গ্রুপ নিয়ে আবারও গুঞ্জন শোনা যাচ্ছে। মহামেডান স্পোটিং এর নতুন ইনভেস্টার হতে পারে শাহরুখ-জুহির নাইট রাইডার্স গ্রুপ। ২০২৩-২৪ মরশুমে আইলিগ জয়ের দরুন আগামী মরশুম অর্থাৎ ২০২৪-২৫ মরশুমে আইএসএল খেলতে চলেছে। আইএসএল খেলার জন্য প্রয়োজন অনেক অর্থের।
সূত্রের খবর, সেই অর্থের জন্যই মহামেডান নতুন যেসব কোম্পানির সাথে কথাবার্তা চালাচ্ছে, তার মধ্যে নাম রয়েছে নাইট রাইডার্স গ্রুপের। শোনা যাচ্ছে, বাঙ্কারহিলের সাথে কলকাতা নাইট রাইডার্স গ্রুপকেও চাইছে মহামেডানের কর্তারা। বাঙ্কারহিলের শেয়ার না ছেড়েই নিজেদের শেয়ারই নাইট রাইডার্সকে ছাড়তে চলেছে মহামেডান। কিন্তু এই মুহূর্তেই বলা সম্ভব নয় যে এই ডিলটি আদেও হবে কিনা? আগামী মরশুমের জন্য ইতিমধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে মহামেডান। অমরজিৎ সিং কিয়ামকে পঞ্জাব এফসি থেকে দলে নেওয়ার চেষ্টা করছে সাদা-কালো ব্রিগেড। সব কিছু ঠিকঠাক থাকলে তাঁকে আগামী মরশুমে সাদা-কালো জার্সিতেই দেখা যাবে।
রবিবার রাতে তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা নিজেদের নামে করল নাইট রাইডার্স। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এবং গম্ভীরের পরামর্শে এই মরশুমে কলকাতা নাইট রাইডার্স অপ্রতিরোধ্য ছিল। আইপিএল শেষ হতে না হতেই এরই মধ্যে নাইট রাইডার্স গ্রুপ নিয়ে আবারও গুঞ্জন শোনা যাচ্ছে। মহামেডান স্পোটিং এর নতুন ইনভেস্টার হতে পারে শাহরুখ-জুহির নাইট রাইডার্স গ্রুপ। ২০২৩-২৪ মরশুমে আইলিগ জয়ের দরুন আগামী মরশুম অর্থাৎ ২০২৪-২৫ মরশুমে আইএসএল খেলতে চলেছে। আইএসএল খেলার জন্য প্রয়োজন অনেক অর্থের।
সূত্রের খবর, সেই অর্থের জন্যই মহামেডান নতুন যেসব কোম্পানির সাথে কথাবার্তা চালাচ্ছে, তার মধ্যে নাম রয়েছে নাইট রাইডার্স গ্রুপের। শোনা যাচ্ছে, বাঙ্কারহিলের সাথে কলকাতা নাইট রাইডার্স গ্রুপকেও চাইছে মহামেডানের কর্তারা। বাঙ্কারহিলের শেয়ার না ছেড়েই নিজেদের শেয়ারই নাইট রাইডার্সকে ছাড়তে চলেছে মহামেডান। কিন্তু এই মুহূর্তেই বলা সম্ভব নয় যে এই ডিলটি আদেও হবে কিনা? আগামী মরশুমের জন্য ইতিমধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে মহামেডান। অমরজিৎ সিং কিয়ামকে পঞ্জাব এফসি থেকে দলে নেওয়ার চেষ্টা করছে সাদা-কালো ব্রিগেড। সব কিছু ঠিকঠাক থাকলে তাঁকে আগামী মরশুমে সাদা-কালো জার্সিতেই দেখা যাবে।