খেলা

আইএসএলে প্রমোশন নিশ্চিত করতে শনিবার শিলংয়ের মুখোমুখি মহামেডান

Mohammedan fc Shillong on Saturday to secure promotion to the ISL

The Truth Bengal : আইএসএলে ইতিমধ্যেই বাংলার দুই দল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল খেলছে।  তৃতীয় দল হিসাবে যোগ দিতে পারে মহামেডান। ২২ ম্যাচে ১৪ জয়ের সাথে এই মুহূর্তে ৪৯ পয়েন্ট নিয়ে আই লীগের চূড়ায় অবস্থান করছে। নেরোকার বিরুদ্ধে শ্রীনিধি ডেকান ১-১ গোলে ড্র করায় অনেকটা সুবিধা হয়ে গেছে মহামেডানের জন্য।মহামেডানের ঠিক পিছনেই ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে হায়দ্রাবাদ ভিত্তিক দল শ্রীনিধি ডেকান।

শ্রীনিধি ডেকান যদি নিজেদের বাকি দুটি ম্যাচ জেতে তাহলে তারা ৫০ পয়েন্টে পৌঁছাতে পারবে। মহামেডানের বাকি ২ ম্যাচে প্রয়োজন ২টি পয়েন্ট। শনিবার শিলং এর বিরুদ্ধে যদি ৩ পয়েন্ট নিয়ে আসতে পারে তাহলে তারা ১ ম্যাচ বাকি থাকতে আই লিগ জয়ী হবে। মহামেডান তাই এই ম্যাচ জিতে ১ ম্যাচ বাকি থাকতে আইএসএলের টিকিট নিশ্চিত করতে চাইবে। ডেভিড লালহানসাঙ্গা, এডি হার্নানডেজ-রা  এই ম্যাচ থেকে পরো পয়েন্ট পেতে মরিয়া হয়ে থাকবে।

Related Articles