
Truth Of Bengal: গ্রেগ বার্কলের পর আইসিসি চেয়ারম্যান পদে কে বসতে চলেছেন তার উত্তর পাওয়া যাবে দিন কয়েক মধ্যে। আগামী ২৭শে অগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার মাথায় জয় শাহ বসতে চলেছেন বলে জল্পনা চলছে , কারণ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশের সমর্থন তার প্রতি রয়েছে , মনে করা হচ্ছে নির্ধারণ হ্ওয়া শুধু সময়ের অপেক্ষা। যদিও সর্বাগ্রে জয় শাহর নাম আসছে এই পদে বসার দাবিদার হিসেবে।
গ্রেগ বার্কলে তৃতীয়বারের জন্য চেয়ারম্যান হতে রাজি নন। আইসিসি নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি দু’বছর করে সর্বোচ্চ তিনবার ক্ষমতায় থাকতে পারেন। বার্কলে ২০২০ সালে ক্ষমতায় এসেছিলেন ২০২২ সালে পুনঃনির্বাচিত হন। আরো দু’বছর তিনি সহজেই থাকতে পারতেন পদে। তবে তিনি পদে থাকতে রাজি নন। তার কারণ হিসেবে অবশ্য জানা গিয়েছে গত এক বছরে আইসিসি কে নানান রকম বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল। এইসব নানান রকম কারণে বার্কলে আর পদে থাকতে চাইছেন না। এবার এই পথ ছাড়বেন এবং সেখানে নতুন মুখ আসতে চলেছে।
নভেম্বর তার দ্বিতীয়বারের মেয়াদ শেষ হতে চলেছে আর তারপরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে অন্য কেউ। জয় শাহ যদি চেয়ারম্যানের পদে বসেন তাহলে তিনি হবেন আইসিসির পদে বসা পঞ্চম ভারতীয়। কারণ এর আগে জগ মোহন ডালমিয়া , শরদ পাওয়ার , এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহর তবে বসেছেন বিভিন্ন সময়ে। এবার মনে করা হচ্ছে সেখানে বসতে চলেছেন জয় শা । কারণ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশের ক্রিকেট বোর্ডগুলি সমর্থন করছে ৩৫ বছর বয়সে জয় শাহকে। জয় শা অবশ্য এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি।
গত বছর অবশ্য ৫০ ওভারের বিশ্বকাপ শুরুর আগেই শোনা গিয়েছিল আইসিসি চেয়ারম্যান পদে বসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় । অনেকেই এই বিষয়টিকে রাজনৈতিক দলের টোপ বলে উল্লেখ করেছিলেন । যদিও তখনই শোনা গিয়েছিল সৌরভ একটু এগোলেই আগ্রহ আরও একটু দেখালে তিনি আইসিসি চেয়ারম্যান হতে পারতেন। যদিও সেসব এখন অতীত। আগামী ২৭ আগস্ট বোঝা যাবে আইসিসির পরবর্তী চেয়ারম্যান কে হতে চলেছেন।