বিশ্বকাপ জয়ের পরই সানির সঙ্গে গান গাইতে মুখিয়ে জেমাইমা
অবশ্য সানি জানিয়েছিলেন, তিনি ভাবলেই তো হবে না, জেমাইমা রাজি থাকলে তবেই তা সম্ভব। পাশাপাশি ভারতকে জিততে হবে বিশ্বকাপের শিরোপাও।
Truth Of Bengal: মহিলাদের বিশ্বকাপের আগে ভারতীয় দলের তারকা ব্যাটার জেমাইমা রডরিগেজের সঙ্গে গান গাওার ইচ্ছা প্রকাশ করেছিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় পুরুষ দলের অন্যতম তারকা তথা প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। অবশ্য সানি জানিয়েছিলেন, তিনি ভাবলেই তো হবে না, জেমাইমা রাজি থাকলে তবেই তা সম্ভব। পাশাপাশি ভারতকে জিততে হবে বিশ্বকাপের শিরোপাও।
View this post on Instagram
এবার বিশ্বকাপ জয় হয়ে গিয়েছে জেমাইমাদের। তারপরই সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়া মহিলা ব্রিগেডের অন্যতম সদস্য সুনীল গাভাসকরকে ট্যাগ করে লেখেন তাঁর ইচ্ছার কথা প্রকাশ করেন। জেমাইমা লেখেন, ‘সুনীল স্যার আমি আপনার বার্তা পেয়েছি। আপনি বলেছিলেন, ভারত যদি চলতি বছরে ঘরের মাঠে আয়োজিত এই বিশ্বকাপটা জিততে পারে, তাহলে আমরা দুজনে মিলে গান গাইব। স্যার তাই আমি তৈরি আছি গিটার নিয়ে। আশাকরি আপনিই মাইক্রোফোন নিয়ে প্রস্তুত। আপনি আমার অনেক ভালবাসা নেবেন স্যার।’
উল্লেখ্য, সেমিফাইনালে ছন্দে থাকা অস্ট্রেলিয়াকে পরাজিত করে ভারত ফাইনালে উঠেছিল। সেই ম্যাচে দুরন্ত ব্যাটিং করে দলকে জয় এনে দিয়েছিলেন জেমাইমা রডরিগেজ। তারপরই সানি বলেছিলেন যে, ‘ভারত যদি এবার বিশ্বকাপ জেতে তাহলেই সেটা সম্ভব। এবং জেমাইমা গিটার বাজাবে, আর তিনি গান গাইবেন বলেও জানিয়েছিলেন সানি।
প্রসঙ্গত, সানির এমন ইচ্ছার কথা প্রকাশ হওয়ার আগেই জেমাইমার জুটিতে সঙ্গীত পরিবশেন করেছিলেন গাভাসকর। ২০২৪ সালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অনুষ্ঠানে জেমিমা গিটার বাজিয়েছিলেন। এবং সানির কণ্ঠে শোনা গিয়েছিল সেই কিংবদন্তি শিল্পী প্রয়াত মহম্মদ রফি সাহেবের সেই বিখ্যাত গান, ‘কে হুয়া, তেরা ওয়াদা’।






