খেলা
Trending

স্টোকসের পথে জো রুট , আইপিএল থেকে নাম প্রত্যাহার রুটের!

IPL Joe Root

The Truth Of Bengal: এবার বেন স্টোকসের পথে হাঁটলেন আরেক ইংলিশ খেলোয়াড়  জো রুট । আইপিএলের ২০২৪ আসর থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।   রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন তিনি ।  এবারের আইপিএলে খেলোয়াড় ধরে রাখা কিংবা ছেড়ে দেওয়ার সময় প্রায় শেষ হওয়ার আগমুহূর্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্বকাপ শেষ হতেই শুরু হয়েছে আইপিএলের দল গোছানো । দলে কোন খেলোয়াড় থাকবে কোন খেলোয়াড় থাকবে না তা নিয়ে চুল চেরা বিশ্লেষণ চলছে । কয়েকদিন আগেই আইপিএল  থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।  একই পথে হাঁটলেন আরো এক বিদেশী খেলোয়াড়। ব্রিটিশ খেলোয়াড় জো রুট ও সরলেন আইপিএল থেকে ।   তার এ সিদ্ধান্তকে  মানতে চায়নি টিম ম্যানেজমেন্ট । পরে যদিও সম্মতি দিয়েছে রাজস্থান রয়্যালস।

গত আসরে রুট খেলেছিলেন রাজস্থানের ফ্র্যাঞ্চাইজিটিতে। ২০২৩ সালের নিলামে তাকে ভিত্তিমূল্য ১ কোটিতে  দলে নিয়েছিল  তারা। গোটা মরসুমে মাত্র ৩ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিল সাবেক এই ইংলিশ অধিনায়ক। তাতে মাত্র ১০ রান করেন তিনি। ২ ওভার বল করলেও পাননি কোনো উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত  থাকার কারণেই  এই সিদ্ধান্ত নিয়েছেন রুট ।  বেন স্টোকস বা রুট বেশি ফোকাস করেন আইপিএল এবং বাকি ফ্র‍্যাঞ্চাইজি লিগ গুলির থেকে। তবে বিদেশী ক্রিকেটার কেনার দিকে বেশি নজর রয়েছে ফ্র‍্যাঞ্চাইজি দল গুলোর ।

এবছর রিলিজ  ঘোষণার আগেই নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রুট। অতীতের মতো আবারও এই জনপ্রিয় লিগ থেকে নিজেকে সরিয়ে নিতে চান তিনি। আগামী আইপিএলকে সামনে রেখে পেসার আভেশ খানকে দলে নিয়েছেন রাজস্থান।

Free Access

Related Articles