খেলা

পাকিস্তানে যাচ্ছে ভারতের ডেভিস কাপ দল!

Davis Cup  

The Truth of Bengal: ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে খেলা মানেই বাড়তি উন্মাদনা দর্শকদের মধ্যে। ওডিআই বিশ্বকাপে ফাইনালে ভারত পাকিস্তানের ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন তামাম দেশবাসী। যদিও সে স্বপ্ন পূরণ হয়নি।  সেই সঙ্গে ভারতের দীর্ঘদিন পাকিস্তানের খেলতে যায়নি। রাজনৈতিকভাবে পাকিস্তানী পরিস্থিতি সবসময় উত্তপ্ত থাকে সেই কারণেই ভারত পাকিস্তানের খেলতে যেতে চায়না।

তবে  ২০২৪ এ পাকিস্তান টেনিস এ ডেভিস কাপের আয়োজক। পাকিস্তানে গিয়েই খেলতে হবে ভারতকে। মাঝে জল্পনা চলছিল ভারত আদৌ পাকিস্তানে যাবে কিনা। সেই জল্পনায় ইতি হয়েছে। বহু বছর পর ডেভিস কাপ খেলতে ভারত পাকিস্তানে যাবে বলেই খবর। আগামী ৩-৫ ফেব্রুয়ারি পাকিস্তানের ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান পর্বের টাই ম্যাচ খেলবে ভারত-পাকিস্থান দল। অর্থাৎ ভারত সরকার এক্ষেত্রে পাকিস্তানে যাওয়ার  অনুমতি দিয়েছে বলেই খবর।

জানা গিয়েছে, দিল্লির পাক দূতাবাস থেকে ভারতের খেলোয়াড়দের ভিসা সমস্যা জটিলতা কেটে গিয়েছে। এর আগে পাকিস্তানে যাওয়ার ছাড়পত্র আদৌ পাবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। পাকিস্তানের কোটে খেলার আগে একবার প্র্যাকটিসের সময় পাবে কিনা ভারতীয় টিম তা নিয়ে  বেশ ধোঁয়াশা রয়েছে এখনো। যদিও ভারতবাসী চায় পাকিস্তানকে দুর্মুশ করতে। সে টেনিস কোর্ট হোক বা ক্রিকেটের ময়দান।

Related Articles