ইস্টবেঙ্গলে পাঁচ বছরের চুক্তিতে সই করলেন ভারতীয় দলের ডিফেন্ডার আনোয়ার
Indian defender Anwar signed a five-year contract with East Bengal

Truth Of Bengal : রবিবার রাতে শহরে এসেছেন ভারতীয় দলের ডিফেন্ডার আনোয়ার। তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার ইস্টবেঙ্গল সমর্থক। শহরে এসেই ইস্টবেঙ্গল দলের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই আনোয়ার। লাল হলুদ কর্তৃপক্ষদের তরফ থেকে মঙ্গলবার এই ঘোষণা করা হল।
ডুরান্ড কাপের জন্য আগেই আনোয়ার নাম নথিভুক্ত করল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। আনোয়ারকে ইস্টবেঙ্গল দলে পেয়ে বেজায় খুশি ইস্টবেঙ্গল দলের কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি বলেছেন আনোয়ারের যোগদান দলের রক্ষণকে শক্তিশালী করবে এবং তার অভিজ্ঞতা দলের কাজে লাগবে।
দলে অনেক ভারতীয় ফুটবলারকে পেয়ে খুশি কোচ কার্লেস কুয়াদ্রাত । ইস্টবেঙ্গল দলে যোগদান করে খুশি আনোয়ার নিজেও। তিনি বলেছেন , ‘‘লাল-হলুদ জার্সি পরে আমি গর্বিত এবং সম্মানিত। কলকাতা বিমানবন্দরে যে অভ্যর্থনা পেয়েছি, তাতে আমি অভিভূত”।