খেলা
Trending

আগামী ৯ জুন ভারত পাকিস্তান মুখোমুখি হবে, কিন্তু চোখ রাঙাবে বৃষ্টি

India will face Pakistan on June 9, but it will rain

The truth Of Bengal: ভারত পাকিস্তান ম্যাচ মানে  উত্তপ্ত থাকবে পরিবেশ। এই হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য দু’দেশের ক্রিকেট প্রেমীরায় অপেক্ষা করে থাকেন। এগিয়ে আসছে  ম্যাচের দিন । আগামী 9 জুন মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। এই ম্যাচ কে ঘিরে নানান রকম পরিকল্পনা চালাচ্ছে টিম ইন্ডিয়া। সাজাচ্ছে রণকৌশল। তার মাঝে এবার এক আশঙ্কাও তৈরি হয়েছে। ঐদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

ফলে ম্যাচে প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্ক এর নাসাউ কাউন্টি  ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চির  প্রতিদ্বন্দ্বী, দু দল মুখোমুখি হওয়া মানেই সমর্থকরা গলা ফাটাবে তা স্পষ্ট। কিন্তু বৃষ্টি কতটা প্রভাব ফেলবে এই ম্যাচের ক্ষেত্রে ,  তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ৯ জুন স্থানীয় সময় অনুযায়ী বেলা  ১১ টায় ম্যাচ হতে চলেছে । আয়ারল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে টিম ইন্ডিয়া। সেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চলেছে তারা ।

তার মাঝেই চোখ রাঙাচ্ছে বৃষ্টি। যদি বৃষ্টি হয় তা সমর্থকদের কাছে অত্যন্ত যন্ত্রণার যা তারা আশা করেননি কারণ ভারতীয় মুদ্রায় ২৫ হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে সমর্থকদের ফল তো সবটাই যে জলে যাবে তা স্পষ্ট। ভারত পাকিস্তান ম্যাচ মানি সমর্থকরা ভবিষ্যৎ বলাও শুরু করে দেন সেখানে যদি বৃষ্টি হয় তাহলে তা সমস্যায় ফেলবে সমর্থকদেরকে।

Related Articles