
The Truth of Bengal: বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ভারত। পয়েন্টের নিরিখে শীর্ষে রোহিতরা। পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। লিগ পর্যায়ে জয়ের পর এবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। ২০১৯ সালে নিউজিল্যান্ডের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার দেশের মাটিতে সেই দুঃখ ভুলিয়ে দেওয়ার দুর্দান্ত উপায় রয়েছে রোহিত শর্মার ভারতের সামনে।এর আগে চলতি বিশ্বকাপে লিগ পর্যায়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারত জয় পেয়েছে।
তবে কিউয়িরা হারলেও সেই দলে ছিল না কেন উইলিয়ামসন। তিনি ভারতীয় স্পিনারদের মাঝের ওভারগুলিতে আরও ভালোভাবে সামলাতে পারবেন এমন আশঙ্কা করাই যায়। ফলে ভারতের লড়াই খুব একটা সহজ হবে না।২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল দেখার পর থেকে অনেক ক্রিকেট ভক্তদের মনেই একটা প্রশ্ন ওঠছে। প্রশ্নটা হল যে ম্যাচ যদি ড্র হয়, অর্থাৎ নির্ধারিত ৫০ ওভারে দুই দলই যদি সমান সংখ্যক রান স্কোরবোর্ডে তোলে, তাহলে এবারও কি সেই বিতর্কিত রাউন্ডারী কাউন্ট নিয়মের মধ্যে দিয়ে ম্যাচে জয় পরাজয় নির্ধারণ করা হবে।
তবে এবারের সেমিফাইনালের ক্ষেত্রে এই বিষয়ের নিয়মটা অন্যরকম।আইসিসির নতুন নিয়ম অনুসারে দুটি দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচে স্কোর সমান হয়ে যাওয়ার মতো ব্যাপার হলে, বিশ্বকাপের পয়েন্ট টেবিলের যে দল এগিয়ে থাকবে, তারা সরাসরি ফাইনালে প্রবেশ করতে পারবে। ভারত বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, তাই ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচে রোহিত শর্মারা কিউয়িদের সমান স্কোর তুলতে পারলে ফাইনালে পৌঁছে যাবে।
Free Access