খেলা

বিশ্বকাপে মুখোমুখি যুযুধান ভারত-অস্ট্রেলিয়া

India-Australia face-to-face battle in the World Cup

The Truth Of Bengal : বিশ্বকাপ জয়ের সুযোগ ভারতের সামনে । ১২ বছর পর টিম ইন্ডিয়া কি করবে সেদিকে নজর গোটা দেশের । দেড় মাসের দীর্ঘ যাত্রা শেষে ফাইনালের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে ওডিআই বিশ্বকাপ । উৎসবের মেজাজেই শুরু হওয়া বিশ্বকাপে এবার কী হবে ? তা জানে না ভারতবাসী ! কিন্তু সমস্বরে গলা ফাটাবেন প্রত্যেকে। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে মোট ৪৭ ম্যাচের শেষে বাকিদের পিছনে ফেলেছে ভারত এবং অস্ট্রেলিয়া।

এবার মুখোমুখি এই দুদল । নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দিকে তাকিয়ে গোটা দেশ । উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং। ভারত এবার বিশ্বকাপ জিতলে তৃতীয় বার জেতা হবে । আর অস্ট্রেলিয়া জিতলে ষষ্ঠবার হবে । এর আগে ৫ বার জিতেছে অস্ট্রেলিয়া ।  রবিবার দুপুরে ফাইনাল খেলতে নামবে দুই শিবির। দুই দলই এর আগে বিশ্বজয়ের স্বাদ পেয়েছে। বিশ্বকাপের সফলতম দল হিসেবে বাড়তি আত্মবিশ্বাস সঙ্গী করে মাঠে নামবে তারা।

অন্যদিকে ঘরের মাঠের জনসমর্থন থাকবে ভারতের সাথে। তবে সবকটা ম্যাচে জিতে ভারতের আত্মবিশ্বাস বেশ রয়েছে । তবে ম্যাচ দেখার সময় যে মুহূর্ত তৈরী হবে , যে অনুভূতি হবে তা অকৃত্রিম । যে দুই দলের মধ্যে ম্যাচ অর্থাৎ ভারত ও অস্ট্রেলিয়া , তারা বিশ্বকাপের আঙিনায় বেশ পুরনো প্রতিদ্বন্দ্বী। যদিও যাবতীয় ঝড়ঝাপ্টা সামলে টিম ইন্ডিয়া জেতে ৬ উইকেটে। রবিবার অবসন্ন দুপুরে ছুটির মেজাজে ম্যাচ দেখবে গোটা দেশ|

FREE ACCESS

Related Articles