খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রমো প্রকাশ আইসিসির, ভেন্যুতে নাম পাকিস্তানের

ICC releases Champions Trophy promo, names Pakistan as venue

Truth Of Bengal: আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা পাকিস্তানে। প্রতিবেশী দেশে আয়োজিত সেই টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করবে না বলে আগেই স্পষ্ট করে দিয়েছে। শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট কোথায় হবে তা নিয়েই এখনও ধোঁয়াশা রয়েছে।

এরই মধ্যে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি প্রমো প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ২০২৫-র চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে নাম রয়েছে পাকিস্তানের। তবে কি শেষ পর্যন্ত প্রতিবেশী দেশেই বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর? ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা যে প্রমো প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতার কথা বলা হয়েছে।

পুরুষদের ক্ষেত্রে আটটি দল এবং মহিলাদের ক্ষেত্রে ছটি দল অংশগ্রহণ করবে। পুরুষদের ম্যাচগুলি হবে একদিনের ফরম্যাটে ও মহিলাদের ম্যাচগুলি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এই প্রমো দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল তবে কি ভারতের আবেদন কর্ণপাত করল না আইসিসি। তবে কেউ কেউ মনে করছেন আইসিসি এই প্রমো অনেক আগেই তৈরি করে সেটাই এখন প্রকাশ করেছে। কিন্তু এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে জটিলতা কাটেনি। আইসিসির পক্ষ থেকে সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে একটা সমাধানের। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।

Related Articles