খেলা

পাকিস্তানের তিন শহরে আইসিসি বাতিল করল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ

ICC cancels Champions Trophy matches in three Pakistani cities

Truth Of Bengal: আগামী বছর থেকে পাকিস্তানের মাটিতে শুরু হওয়রার কথা রয়েছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ট্রফি নিয়ে ইতিমধ্যে ডামাডল তৈরি হয়েছে। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইব্রিড মডেল ছাড়া পাকিস্তানে গিয়ে তাদের পক্ষে খেলা সম্ভব নয়। এরপর শুক্রবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে পিসিবিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের তিন শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অনুষ্ঠিত করা যাবে না।

এই তিন শহর হল স্কারদু, মুরি এবং মুজাফফরবাদ। কেননা এই তিনটি এলাকাই পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে অবস্থিত। উল্লেখ্য, এই তিন এলাকাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অনুষ্ঠিত হবে বলে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে উল্লেখ করেছিল পিসিবি। এরপর পিসিবিকে কড়া ভাষায় আইসিসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়।

এদিকে শুক্রবার পিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, বিসিসিআই-র সিদ্ধান্ত আইসিসির পক্ষ থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। এবং পিসিবি তাদের পরবর্তী সিদ্ধান্ত কি হবে তা আইসিসিকে জানিয়ে দেবে বলেও জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে।

Related Articles