
The Truth of Bengal: টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেন। পাকিস্তান বোলারদের দূরমুশ করে বিশ্ব রেকর্ড স্পর্শএই ব্যাটসম্যানের। নিউজিল্যান্ডের এই ওপেনার মাত্র ৬২ বল খেলে ১৩৭ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। এক ইনিংসে ১৬টি ছক্কা হাকান নিউজিল্যান্ডের এই ওপেনার ব্যাটসম্যান। টি টোয়েন্টি ক্রিকেটে যা নজিরবিহীন। এতোদিন পর্যন্ত এই রেকর্ড ছিল আফগানিস্তানের তারকা ক্রিকেটার হজরত উল্লাহ জাজাইয়ের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন তিনি। ১৬২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি। তার মধ্যে ছিল ১৬টি ছক্কা। এবার অ্যালেন তাকে ছুঁয়ে ফেললেন। অ্যালেনের ব্যাট থেকেও এলো ১৬টি ছক্কা।
এদিন একগুচ্ছ রেকর্ড গড়েন ফিন অ্যালেন। অ্যালেনের ১৩৭ রান নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্যাক্তিগত সর্বচ্চো রান। এর আগে ২০১২ সালে টি টোয়েন্টি বিশ্ব কাপে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ম্যাকালাম। তিনি বাংলাদেশের বিরুদ্ধে এই ইনিংস খেলতে সক্ষম হন। মাত্র ৫৮ বলে ১২৩ রান করেছিলেন। এতোদিন পর্যন্ত ম্যাকালাম ছিলেন টি টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে এক ইনিংসে ব্যাক্তিগত সর্বচ্চ রানের অধিকারী। এবার সেই রেকর্ড ভাঙলেন ফিন অ্যালেন। পাকিস্তানের বিরুদ্ধে কোনও নিউজিল্যান্ড ব্যটসম্যানের এটি তৃতীয় দ্রুততম রান। তার আগে গ্লেন ফিলিপস মাত্র ৪৬ বলে সেঞ্চুরি করেছিলেন।
এদিন পাকিস্তান বোলারদের ক্লাব পর্যায়ে নামিয়ে আনেন ফিন অ্যালেন। সবচেয়ে বেশি নির্দয় ছিলেন পাকিস্তানের পেস বোলার হ্যারিস রউফের উপর। তার বল থেকেই ৬টি ছক্কা হাকান তিনি। ষষ্ঠ ওভারে তিনটি ছক্কা মারেন অ্যালন। ওই ওভারে রউফের বলে ২৮ রান তুলে নেন কিউই ব্যাটসম্যানরা। পাকিস্তা ও নিউজিল্যান্ডেরল এই ম্যাচে সকলের নজর কেড়ে নেন ফিন অ্যালন। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৭ উইকেটে ২২৪ রান তোলে। ১৭৯ রানে থমকে যায় পাকিস্তানের ইনিংস। ৪৫ রানে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড।