খেলা
Trending

‘ঘরের ছেলে ফিরল ঘরে’! লাল হলুদ শিবিরে কামব্যাক খাবরার

Harmanjot Singh Khabra in East Bengal FC

The Truth of Bengal: টানা ৭ বছর ইস্টবেঙ্গলে থাকার পর ২০১৬ তে অব্যাহতি খাবরার। ফের দলে ফিরছেন তিনি। আর এই খবর ইস্টবেঙ্গলের তরফ থেকে সামনে আনা হয়েছে এক ভিডিওর মাধ্যমে। উচ্ছ্বসিত সমর্থকেরা। ফের লাল হলুদ শিবিরের হয়ে মাঠে নামবেন হরমনজোৎ সিং খাবরা।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন ইস্টবেঙ্গলে। তার পরেই ক্লাব থেকে অব্যাহতি। অবশেষে খাবরার প্রত্যাবর্তনের খবরে দিল ক্লাব কর্তৃপক্ষ। খাবরার  নেতৃত্বে ইস্টবেঙ্গল জোড়া ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, ইন্ডিয়ান সুপার কাপ জিতেছে।  তার নেতৃত্বেই  টানা ৭ বার কলকাতা লিগে চ্যাম্পিয়নও হয়েছিল। কিন্তু লাল হলুদ শিবির ছেড়ে দেয় খাবরা।   ইস্ট বেঙ্গলের তরফ থেকে  প্লেয়ারের ঘরে ফেরা নিয়ে একটি ভিডিয়ো বানিয়েছে ইস্টবেঙ্গল। যেটা আবেগে পরিপূর্ণ। সেই ভিডিও তে খাবরার ম্যাচের মুহূর্ত তুলে ধরা হয়েছে।

তার আগে খাবরা যে আসছেন তা সে বিষয়টিকে ব্রেকিং নিউজ  হিসেবে দেখা গেছে সেই ভিডিও তে। ক্যাপশনে লিখেছে, ‘ঘরের ছেলে ঘরে ফিরলো’। আইএসএলে ট্রফি আসেনি , সেকারণেই ক্লাব কর্তারা  নতুন মরশুমে  নতুন কোচ নিয়ে এসে দল গঠনে জোর দিয়েছিল। এবার কার্লস নিজের মতো করে দল গুছিয়ে নিচ্ছেন। দুজন স্প্যানিশ ফুটবলারকে সই করানোর কথা ঘোষণা করা হয়েছিল । এবার হরমনজোৎ সিং খাবরার দলে  ফেরার বিষয় জানানো হল। লাল হলুদ যে শক্তি বাড়াচ্ছে তা একেবারেই স্পষ্ট ।

Related Articles