খেলা

দল বদলের বিষয়ে মুখ খুললেন হার্দিক

Hardik Pandya

The Truth of Bengal: আইপিএলের মরশুম আসতে এখনো অনেক দেরি । এদিকে সব দল গুলোই তাদের খেলোয়াড় গোছাতে শুরু করেছে । এদিকে ফের মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন পান্ডিয়া – এমন  জল্পণা তুঙ্গে ছিল  । তিনি  চুপ ছিলেন এতক্ষণ পর্যন্ত । তবে এবার তিনি মুখ খুলেছেন। মুম্বাই  এ ফিরতে  পেরে খুশি তিনি । সেই  খুশি হওয়ার বিষয় টা তিনি নিজের এক্স হ্যান্ডেলে দিয়েছেন । একটা ভিডিও পোষ্ট করেছেন যার ক্যাপশনে হার্দিক লিখেছেন,  ভাল ভাল স্মৃতি মনে পড়ছে ।  মুম্বই, ওয়াংখেড়ে, পল্টন। ফিরে খুব ভাল লাগছে।  গত আইপিএল শেষ হওয়ার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনায় রয়েছেন হার্দিক পান্ডিয়া। জোড় জল্পণা গত বছর থেকেই চলছে ।

তিনি এবার দল বদল করবেন । সেই জল্পণাতে এবার  সিল মোহর দিলেন হার্দিক ।  যদিও চোট সারিয়ে ২২ গজে ফিরতে তার এখনো সময় লাগবে ।  যদিও আইপিএলের সময় তিনি সুস্থ থাকবেন  বলে মনে করা হচ্ছে।  এর আগে বিশ্বকাপের ম্যাচ গুলোতে খেলতে পারেনি হার্দিক ।তিনি চুক্তিপত্রে সই করেছেন ‌ সেটাই এবার স্বীকার করলেন । ২০২৩ সালে তাঁর আর  মাঠে ফেরা হচ্ছে না, এটা এক প্রকার নিশ্চিত।  সামনের বছর জানুয়ারি মাসে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে ।

কিন্তু সেই সিরিজেও  খেলতে পারবেন‌ না পাণ্ডিয়া। এমনটাই খবর পাওয়া যাচ্ছে । তবে আইপিএলে তাকে পাওয়া যাবে । এখনো ৪-৫ মাস সময় লাগবে তার সুস্থ হতে ।  এর আগে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময় ছিটকে গিয়েছিলেন হার্দিক । তার পর আর ফেরা হয়নি মাঠে । ২২ গজে আপাতত ফিরছেন না হার্দিক । ২০১৫ সালে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছিলেন।  সেই ভিডিওই তিনি পোষ্ট করেছেন সোশ্যাল সাইটে । যেখানে প্রাকটিস করতে দেখা গেছে তাকে ।

Related Articles