
Truth Of Bengal: ভারতবর্ষের কিংবদন্তি ফুটবলার চিনের প্রাচীর গোষ্ঠ পালের স্মরণে চলছে এআইএফএফ অনুমোদিত গোষ্ঠ পাল চ্যাম্পিয়নস ব্লু কাবস লিগ ২০২৪-২৫ । রবিবার লিগের দশম দিনে কলকাতার মার্কাস স্কোয়ার প্লে গ্রাউন্ডে ৫ টি ম্যাচ সংগঠিত হয়। অনূর্ধ্ব-১০ সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ১-০ গোলে ক্ষুদিরাম বসু ফুটবল অ্যাকাডেমিকে পরাজিত করে।
হাওড়া ফ্রেন্ডস ও গোষ্ঠ পাল ফুটবল স্কুলের মধ্যে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। অনূর্ধ্ব ১২ হাওড়া ফ্রেন্ডস ৮-০ গোলে গোষ্ঠ পাল ফুটবল স্কুলকে পরাজিত করে। তালতলা স্পোর্টিং অ্যাসোসিয়েশন ২-০ গোলে গোষ্ঠ পাল ফুটবল স্কুলকে পরাজিত করে। অপর একটি ম্যাচ তালতলা ফুটবল অ্যাসোসিয়েশন ২-১ গোলে গোষ্ঠ পাল ফুটবল স্কুলকে পরাজিত করে। আগামীকাল লিগের ম্যাচ দ্যা ওরিয়েন্টাল সেন্টানারি স্কুলের ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।