খেলা
Trending

টুর্নামেন্টের ইতিহাসে বড় জয় জার্মানির

Germany's biggest win in tournament history

The Truth Of Bengal: প্রথমার্ধে ফ্লোরিয়ান উইর্টজ এবং জামাল মুসিয়ালার করা গোলের সাহায্যে স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে জয় দিয়ে ইউরো ২০২৪ অভিযান শুরু করল স্বাগতিক জার্মানি। ১০তম মিনিটে উইর্টজ জার্মানির পক্ষে প্রথম গোলটি করেন এবং ১৯ মিনিটে মুসিয়ালা তাদের লিড দ্বিগুণ করেন।

কাই হাভার্টজ প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টিতে হাফটাইমের আগে জার্মানিকে ৩-০ তে এগিয়ে দেয়। ডিফেন্ডার রায়ান পোর্টিয়াসের ভুলের কারণে এই পেনাল্টি পায় জার্মানি, যাকে রেফারি লাল কার্ড দেখিয়েছিলেন। এ কারণে দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ডকে ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হয়।

উইর্টজ ইউরোতে জার্মানির হয়ে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন। তার বয়স ২১ বছর ৪২ দিন। বিরতির পর বদলি খেলোয়াড় নিকোলাস ফুলক্রুগ ৬৮ মিনিটে এবং এমরে ক্যান ইনজুরি টাইমে গোল করে জার্মানির বড় জয় নিশ্চিত করেন। জার্মানি পরবর্তীতে হাঙ্গেরির মুখোমুখি হবে এবং স্কটল্যান্ডের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ম্যাচেই সবচেয়ে বড় জয়ের রেকর্ড করে জার্মানি।

Related Articles