গৌতম-বিরাট ঝামেলা অতীত, এবার সখ্যতা দেখা যাবে দুজনের মধ্যে
Gautam-Birat trouble is past, this time the friendship will be seen between the two

The Truth of bengal: কোচের পদে এসেছেন গৌতম গম্ভীর। নতুন করে দায়িত্ব নেওয়ার পর থেকে যে জল্পনা চলছে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে তার হল তাদের সম্পর্ক ঠিক থাকবে কিনা ! তারা কি একসঙ্গে কাজ ঠিকমতো করতে পারবেন? কারণ এর আগে একাধিকবার এই দুজনের মধ্যে হয়েছে কথা কাটাকাটি। ২০২৩ সালে কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে দুজনের মধ্যে হাতাহাতি হয়ে যেতে পারত। যদিও তা হয়নি।
দুজনেই বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে কাজ এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। গৌতম গম্ভীর ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন বোর্ডের। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত এই যে দীর্ঘ সময় সে সময় বিরাট কোহলি যে তার সঙ্গে ঠিকমতো কাজ করবেন তাদের দুজনের মধ্যে যে কখনো ঝামেলা হবে না তা বিরাট কোহলিকে চিঠি দিয়ে নিশ্চিত করতে হয়েছে বলেই জানা গেছে।
গৌতম গম্ভীর এর প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে শ্রীলঙ্কা সফর। এই শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়ার তরফ থেকে বিরাট কোহলিকে ওয়ানডে সিরিজে রাখা হয়েছে। সেখানে গৌতম এবং বিরাট হবেন মুখোমুখি। যদি তাদের মধ্যে আবারও বাক বিতণ্ডা শুরু হয় তাহলে পরিস্থিতি অন্যদিকে যেতে পারে। অর্থাৎ যে কাজের জন্য শ্রীলঙ্কা সফর সে কাজটা সম্পূর্ণ নাও হতে পারে তাই তার আগে চিন্তিত বোর্ড কর্তারা। তাদেরকে বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন কোনরকম অসুবিধা হবে না দুজনের মধ্যে।