খেলা

ভারতীয় ক্রিকেট নিয়ে মন্তব্যের জেরে পন্টিংকে তোপ গম্ভীরের

Gambhir slams Ponting for comments on Indian cricket

Truth Of Bengal: চলতি মাসেই শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের সিরিজ। সেই টেস্ট সিরিজের আগে বিরাট ও রোহিতের অফ ফর্ম নিয়ে আলোচনা চলছে সর্বত্র। সদ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন এই দুজন। যা নজর এড়ায়নি প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়েরও। এবার সেই বিষয়েই আইসিসির এক অনুষ্ঠানে পন্টিং বলেন যে, আমি গত কয়েকদিন আগে একটা পরিসংখ্যান দেখছিলাম, সেখানে দেখলাম বিরাট গত পাঁচ বছরে টেস্টে মাত্র দুটি সেঞ্চুরি করেছে। এটা যদি হয়, তা যথেষ্ট গুরুতর।

পন্টিংয়ের এমন মন্তব্যের পরই বিরাটের পক্ষে ব্যাটন ধরে পন্টিংকে তোপ দাগতে শুরু করেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে গৌতি সাংবাদিকদের বলেন, ভারতের কোন ক্রিকেটার কবে কোথায় রান করছে কি করছে না তা নিয়ে পন্টিংয়ের এত মাথাব্যথা কেন। আমার তো তা বোধগম্য হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, রোহিত এবং বিরাটের এই রান না পাওয়া নিয়ে আমরা একেবারেই উদ্বিগ্ন নই।

গৌতি আরও বলেন, বিরাট এবং রোহিত দুজনকেই আমি বহুদিন থেকে চিনি। জাতীয় দলের জার্সি গায়ে ওঁদের অনেক অবদান আছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল ওঁরা দুজনেই এখনও সাফল্য পাওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করে চলেছে।

এদিকে পন্টিং রোহিত ও বিরাটের সমালোচনা করলেও, একই পথে হাঁটেননি পন্টিং সতীর্থ মাইক হাসি। তিনি বলেন, যে কোনও খেলোয়াড়দের যাবতীয় সমালোচনার জবাব দেওয়ার জায়গা হচ্ছে মাঠ। বিরাট এবং রোহিত বহু সমালোচনা সহ্য করেও মাঠে পারফরম্যান্স করে জবাব দিয়েছেন। আমার আশা অস্ট্রেলিয়ার মাটিতেও ওঁরা দুজন সফল হবে।

Related Articles