
The Truth of Bengal: মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস ও মনবীর এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছে। চোটেকাবু তারা। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাদেরকে ছাড়াই বাগান শিবির মাঠে নামছে। এর আগে শনিবার হায়দ্রাবাদ এফসিকে ২-০ গোলে হারায় মোহনবাগান। পাঁচ ম্যাচে পাঁচটাতে ই জয়লাভ করে বাগান শিবির। তবে বেশিরভাগ গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যায়নি পেত্রাতোস ও মনবীরকে। তাদেরকে ছাড়াই এই জয়। কোচ জুয়ান ফেরান্দো কে অনেক ভাবনা চিন্তা করে দল সাজাতেই হচ্ছে। তবে এবার যে খবর পাওয়া যাচ্ছে , অনেকটাই সুস্থ হয়ে উঠেছে মনবীর। তাহলে প্রশ্ন তবে কি তাকে ওড়িষ্যার বিরুদ্ধে মাঠে দেখা যাবে? আগামী বুধবার ম্যাচ রয়েছে যুবভারতীতে।
মনবীর কে পাওয়া না পাওয়া নিয়ে জল্পণা চললেও একেবারেই স্পষ্ট যে দিমিত্রিকে ভাবা যাবে না, কারণ তাঁর চোট যথেষ্ট রয়েছে। এএফসি কাপে এর আগে ছিটকে গিয়েছিল মোহনবাগান , সেই ম্যাচে উড়িষ্যা ৫ গোলে এগিয়ে যায়। গোল শোধ করতে পারেনি বাগান শিবির। তবে তার পরের ম্যাচে হায়দ্রাবাদ কে হারাতে পেরে খুশি বাগানের শিবিরের কোচ থেকে খেলোয়াড় প্রত্যকেই। এবার সমর্থকদের মধ্যে প্রশ্ন রয়েছে পরবর্তী ম্যাচে উড়িষ্যার বিরুদ্ধে জোরদার লড়াই করতে পারবে তো বাগান শিবির? কারণ যেহেতু এর আগে মনবীর ছিটকে গিয়েছে মোহনবাগান।
এর আগেই জুয়ান ফেরান্দো বলেছিলেন আমরা জায়গা তৈরি করেছি। আক্রমণে উঠছি , দলের জয়টায় আসল। এর আগের ম্যাচে গোল করেনন ব্র্যান্ডন হ্যমিল এবং আশিস রাই।চোটের জন্য সেদিন ছিলেন না মনবীর সিং এবং দিমিত্রি পেত্রাতোস। ব্যর্থ জেসন কামিন্স। মনবীরেরর মতো গুরুত্বপূর্ণ খেলোয়ার না থাকায় অভাব বোধ করছেন তার সতীর্থ থেকে কোচ প্রত্যেকই। এবার তিনি ফিরবেন বলেই আশা করছেন সকলেই। এফ সিটে এর আগে মোহনবাগানের বিপক্ষ ছিল উড়িষ্যা তাদের কাছে হারতে হয়েছিল এবারও ফের ওড়িশার মুখোমুখি হবে বাগান শিবির। ফলতো চাপ যে অনেক থাকবে তা সহজেই অনুমেয়। আর সেই ম্যাচের আগে মনবীর যদি ফিরে আসে দলের জন্য তা সুখবর।