
The Truth of Bengal: মোহনবাগান কে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে গোটা ইস্টবেঙ্গল টিম। লাল হলুদ শিবিরের কোচ কুয়াদ্রাত এবার সে কথাই তুলে ধরলেন । তিনি বললেন, তারা ট্রফি থেকে আর খানিকটা দূরে রয়েছেন তার ছেলেরা যেভাবে খেলছেন তাতে তিনি বেশ খুশি , এবং এই আত্মবিশ্বাস ফুটে উঠছে। সেই আত্মবিশ্বাস নিয়ে যেন পরবর্তী ম্যাচে নামে সেটাই তিনি চাইছেন এবং সেটা হবে বলে মনে করছেন।
মোহনবাগানের বিপক্ষে গত ম্যাচের জয় এবং প্র্যাকটিসে তার টিমের খেলোয়াড়দের আত্মবিশ্বাস দেখে তার বক্তব্য দলে এমন অনেক খেলোয়াড় রয়েছে যারা প্রথমবার ডার্বি খেলেছে । ডার্বিতে জিতে খানিকটা মনোবল বেড়ে যায় ইস্টবেঙ্গল খেলোয়াড়দের, এমনটাই বক্তব্য কোচের সেমিফাইনালে এবার জয় লাভ করতে পারলেই সামনে রয়েছে ফাইনাল সে কারণে শেষ মুহূর্তের রণকৌশল তৈরি করে দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত ।
এবার পরবর্তী ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির বিপক্ষে সেই ম্যাচ কে পাখির চোখ করেছে ইস্টবেঙ্গল। এর আগের ম্যাচে অদম্য লড়াই, নাছোড়বান্দা মনোভাব, নিখুঁত স্ট্র্যাটেজি আর বুকে একরাশ সাহস নিয়ে কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। এবার সামনে সুপার কাপের সেমিফাইনালে।এবারও সেই অদম্য লড়াই চাইছেন কোচ কুয়াদ্রত।