টেস্ট দল থেকে বাদ পড়লেও রান করে চলেছেন পূজারা
Despite being left out of the Test team, Pujara continues to run

Truth Of Bengal : রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডে ছত্তিশগড়ের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন সৌরাষ্ট্রের হয়ে খেলা চেতেশ্বর পূজারা। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৭৮ রানের বিশাল স্কোর করে ছত্তিশগড়। জবাবে সৌরাষ্ট্র দল ৮১ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। এরপর তিন নম্বরে ব্যাট করতে আসা পূজারা দলের হয়ে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি খেলেন। রঞ্জি ট্রফিতে এটি তার ২৫ তম সেঞ্চুরি। এটি তার প্রথম শ্রেণির কেরিয়ারের ৬৬ তম সেঞ্চুরি। এই সেঞ্চুরি দিয়ে ব্রায়ান লারাকে পেছনে ফেলে ইতিহাস গড়েছেন পূজারা। লারা প্রথম শ্রেণিতে ৬৫টি সেঞ্চুরি করেছিলেন। ছত্তিশগড়ের বিপক্ষে সেঞ্চুরি করার পাশাপাশি প্রথম শ্রেণিতে ২১ হাজার রানও পূর্ণ করেন চেতেশ্বর পূজারা।
সবচেয়ে বেশি রানের নজির রয়েছে সুনীল গাভাস্কারের দখলে । তার নামে মোট ২৫,৮৩৪ রান রয়েছে। সচিন তেন্ডুলকার ২৫,৩৯৬ রান নিয়ে দ্বিতীয় স্থানে এবং রাহুল দ্রাবিড় ২৩,৭৮৪ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন পূজারা, যিনি ৫০ গড়ে ২১ হাজারের বেশি রান করেছেন। শুধু তাই নয়, সবচেয়ে বেশি সংখ্যক প্রথম শ্রেণীর সেঞ্চুরি করা ভারতীয় খেলোয়াড়দের তালিকায়ও তৃতীয় স্থানে উঠে এসেছেন পূজারা। প্রায় দেড় বছর ধরে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন চেতেশ্বর পূজারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। ওভালে ম্যাচের পর থেকে দলে জায়গা পাননি তিনি।চলতি রঞ্জি ট্রফিতে পূজারা এই ফর্ম অনুযায়ী খেলতে পারলে আবার জাতীয় দলের নির্বাচকদের নজরে পড়তে পারেন। আর তেমনটা হলে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে হতে চলা ৫ ম্যাচের টেস্ট সিরিজের শেষের ৩টি টেস্টের জন্য ডাক্ও পেতে পারেন পূজারা।