খেলা

বারাণসীত স্টেডিয়ামে শিবের ছায়া!

Cricket stadium

The Truth of Bengal: আপামর ভারতবাসী কাশী বলতেই বোঝে ধর্মক্ষেত্র । মহাকালের পীঠস্থান । মাস-দুয়েক আগেই খবর এসেছিল যে  উত্তরপ্রদেশের বারাণসীতে তৈরী হবে  একটি নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।তবে  কাশী বলতেই সাধারণ মানুষের মানসপটে ভেসে ওঠে বিশ্বনাথ মন্দিরের কথা। তাই এই স্টেডিয়ামে ছোঁয়া থাকছে শিবের । দেবাদিদেব মহাদেব যুগ যুগ করে পূজিত হচ্ছেন এই শহরে। দেশ-বিদেশ থেকে মানুষজন ছুটে আসেন ঈশ্বরের দর্শনের জন্য। কাশীর স্টেডিয়ামের নেপথ্যেও তাই থাকছে মহাদেবের অনুপ্রেরণা। আগামী  ২৩ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে তৈরী হতে চলা ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । জানা গেছে, বারণসীতে এই ক্রিকেট স্টেডিয়াম তৈরী হতে ৩০ মাসের কাছাকাছি সময় লাগতে পারে। প্রায় ৩০.৬ একর জায়গা জুড়ে আধুনিক পরিকাঠামো সহ গড়ে তোলা হবে এই স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামে ছোঁয়া থাকছে শিবের ।খবর অনুযায়ী, মোট ৩০ হাজার দর্শকের সিট গড়ে তোলা হচ্ছে সেখানে।

এছাড়া বিশেষ দিকটি হল স্টেডিয়ামের থিমটি হতে চলেছে ভগবান শিবের ন্যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ছবিতে দেখা গেছে, ফ্লাডলাইটগুলি হতে চলেছে ত্রিশূলের ন্যায়। এছাড়া স্টেডিয়ামের গম্বুজটি হতে চলেছে ডামরু অর্থাৎ ডুগডুগির মতো। মাথার ছাদটি সম্পূর্ণ শিবের মাথার অর্ধাকৃতি চন্দ্রের মতো দেখাবে।দর্শকদের প্রবেশ করার পথটি নির্মিত হবে বিল্বপত্রের আকৃতিতে।  ২০২৪ সালের শেষের দিকে স্টেডিয়ামটির সম্পূর্ণ হওয়ার কথা।শুধু এতটুকুই নয়, স্টেডিয়ামে দর্শকের প্রবেশের গেটগুলি হবে বেলপাতার মতো নকশায়। তাছাড়া স্টেডিয়ামের সিটগুলি হতে চলেছে গঙ্গার তীরবর্তী ধাপের মতো। এককথায় বলতে গেলে, বারাণসীর মূল আকর্ষণ গঙ্গার তীরবর্তী এলাকার থিমকেই প্রতিস্থাপন করা হবে এই স্টেডিয়ামে। সব মিলিয়ে, খুব সুন্দর একটা পরিবেশ তৈরী হতে চলেছে।

 

উল্লেখ্য , বারাণসীর অলিতে-গলিতে রয়েছে  শিবমন্দির। কাশীধাম মহাদেবের বিচরণক্ষেত্র। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে বারাণসী। এই শহর শিব  শহর বলে খ্যাত।  তবে  ভারতে রয়েছে বিশ্বের সবথেকে বড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যার নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম ।  তা আছে আমেদাবাদে। আর এদিকে  সোশ্যাল মিডিয়ায়  রীতিমতো ভাইরাল হয়েছে বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তাবিত ডিজাইন। সেই সকল ছবি থেকে দেখা গিয়েছে, বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইট দেখতে মহাদেবের ত্রিশূলের মতো।

 

Related Articles