সম্পূর্ণ মিথ্যা, বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও জানান যে রাজ্যের প্রত্যেক মানুষ ফর্ম না পূরণ করা পর্যন্ত, তিনি ফর্ম পূরণ করবেন না।
Truth Of Bengal: বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমের তরফ থেকে দাবি করা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজে এনুমারেশন ফর্ম নিয়েছেন বিএলওর কাছ থেকে, যা ঘিরে শোরগোল পরে বঙ্গ রাজনীতিতে। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। তাঁর সাফ কথা, তিনি নিজে ফর্ম পূরণ করেননি। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও জানান যে রাজ্যের প্রত্যেক মানুষ ফর্ম না পূরণ করা পর্যন্ত, তিনি ফর্ম পূরণ করবেন না।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।” এরপর তিনি পরিষ্কার করে দেন, “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”
প্রসঙ্গত, রাজ্যে এসআইআর হবে ঘোষণা হওয়ার পর থেকেই তোলপাড় বঙ্গ রাজনীতি। একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ করে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি। ঘাসফুল শিবিরের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে আন্দোলন হবে দিল্লিতে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এবং দাবি করেছে যে তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে সাধারণ মানুষকে।






