খেলা

স্টিম্যাচকে শোকজ ফেডারেশনের

Coach Igor Stimach is in trouble

The Truth of Bengal: ভারতীয় ফুটবলে বিতর্ক যেন‌ লেগেই রয়েছে । বড় বিতর্কে ফেঁসে গেলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ । সুনীল ছেত্রীদের এই বিদেশি কোচ এর আগে আক্রমণাত্মক সুরে জানিয়েছিলেন, ‘আমি ভারতে কারও পা চাটতে আসিনি। আমি নিজের যোগ্যতায় কোচিং করাচ্ছি ভারতে। যদি কারও মনে হয় রেজাল্ট দিতে পারছি না, আমি চলে যাব। কিন্তু আমার নামে অপবাদ দেবেন না দয়া করে।’কোচের এহেন মন্তব্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন শনিবার রাতে শোকজ করেছে ইগর স্টিম্যাচ কে । তাঁকে তিনদিনের মধ্যে জবাব দিতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি ইগর হতাশায় ফেডারেশনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি ভারতের ক্লাবগুলির বিরুদ্ধেও গর্জন করেছেন তিনি বলেন, ‘ভারতে বিশ্বের সমস্ত সেরা বুদ্ধিমানদের বসবাস।এখন আমাকে বলা হচ্ছে, ক্যালেন্ডারে সামান্য রদবদল ঘটিয়ে জাতীয় দলের জন্য প্রয়োজনীয় সময় নিশ্চিত করতে আমি নাকি ব্যর্থ। সত্যি কথা বলায় আমার কোনও সমস্যাই নেই। যে আমাকে মিথ্যা প্রমাণ করতে চান, জনসমক্ষে তাঁকে আমার খোলা চ্যালেঞ্জ রইল। তর্ক সকলের সামনে হবে।

’পাশাপাশি তিনি বলেছিলেন, আমিও কোনও কর্তার পা চাটতে আসিনি। কেউ যদি মনে করে আমি ব্যর্থ,তা হলে চলে যাব। কিন্তু এভাবে অপবাদ দেবেন না। ভারতের বহু ক্লাবের বিপক্ষেও মুখ খুলেছিলেন ইগর। জানিয়েছিলেন, ‘শিবিরে ফুটবলার রিলিজের ব্যাপারে এতবার জানালাম। কিন্তু ফেডারেশনও আমার হয়ে কোনও ক্লাবের কাছে জবাব চাইল না।’উল্লেখ্য এর আগে কোচ ইগর স্টিমাচ যেন খোলা চিঠি লিখেছিলেন ক্লাব গুলোর কাছে । যেহেতু ফুটবলারদেরকে ছাড়তে রাজি নয় আইএসেল ক্লাব গুলো ।  সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন । ক্লাব গুলির কাছে আবেদন করেছেন স্টিমাচ। তিনি লিখেছিলেন , নভেম্বর এবং ডিসেম্বরে ভারতীয় ফুটবলারদের ক্লাব থেকে ছেড়ে দেওয়া হোক । দীর্ঘ ৯ বছর পর এশিয়ান গেমসে অংশ নেবে ভারতীয় ফুটবল দল।

শর্ত অনুযায়ী, এশিয়ার মধ্যে প্রথম আটে থাকলে তবেই এশিয়ান গেমসে ছাড়পত্র দেওয়া হয়।এই শর্তেই গত বারের এশিয়ান গেমসে খেলতে পারেনি ভারত। এ বারও একই সমস্যা। এশিয়ার মধ্যে ১৮ নম্বরে রয়েছে ভারতীয় ফুটবল দল। তবে সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স এত ভাল ভারতীয় দলের , চাইছে এশিয়ান গেমসে অংশ গ্রহণ করতে। কোচ ইগর স্টিমাচ নিজে ভারতের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন খেলার সুযোগ করে দেওয়ার জন্য। ভারতীয় ফুটবল প্রেমীরাও সোশ্যাল মিডিয়ায় দাবি তোলেন। ক্রীড়ামন্ত্রক নিয়ম শিথিল করে ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলার সুযোগ করে দিয়েছে। না বছর পর মাঠে নামবে দল । তিনি মূলত বলতে চেয়েছিলেন  ভারতীয় ফুটবলে প্রতিভা থাকা সত্বেও তা কাজে লাগছে না বলেই তার অভিযোগ । সেকারণেই  তিনি বেফাঁস মন্তব্য করেছিলেন । ফল স্বরূপ তাকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এআই এফ এফ ।

Related Articles