ঘুরে দাঁড়ালো চেলসি, অল্প ব্যবধানে জয় টটেনহ্যামের বিরুদ্ধে
প্রথম মিনিট থেকেই আক্রমণ শুরু করে চেলসি।
Truth Of Bengal: গত ম্যাচে ব্যর্থতা থেকে ফের চলতি প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়ালো চেলসি। শনিবার তারা হারালো টটেনহ্যাম হটস্পারকে। ম্যাচের ফলাফল ১-০। যদিও এই ম্যাচে অনেক সুযোগ এসেছিল তাদের কাছে ব্যবধান বাড়ানোর। কিন্তু তারা তা গোলে পরিণত করতে পারেনি। অন্যদিকে, একই অবস্থা টটেনহ্যামেরও। তাদের কাছেও ম্যাচে সমতা ফেরানোর জন্য একাধিক সুযোগ এসেছিল। কিন্তু সেগুলি হাতছাড়া হয়, যার ফলে ম্যাচও হাতছাড়া হয়।
এই ম্যাচটি খেলা হয়েছিল টটেনহ্যামের ঘরের মাঠ টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই আক্রমণ শুরু করে চেলসি। হোম টিমের রক্ষণভাগের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে তারা। অবশেষে ৩৪ মিনিটের মাথায় তারা পায় তাদের প্রথম গোল। চেলসিকে এগিয়ে দেয় তাদের তরুণ স্ট্রাইকার জোয়াও পেড্রো। এরপরও আক্রমণ জারি রাখে তারা এবং লাগাতার টটেনহ্যামের ডিফেন্স ভেদ করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেনি। টটেনহ্যামের কাছেও হাতেগোনা কয়েকটি সুযোগ এসেছিল ইকুয়ালাইজ করার। কিন্তু তারাও সেগুলির সদ্ব্যবহার করতে পারেনি। অবশেষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থাকে চেলসি।
দ্বিতীয়ার্ধেও একই ধরনের খেলা খেলে চেলসি। ফের আক্রমণের পর আক্রমণ করতে থাকে তারা প্রথমার্ধের মতো। কিন্তু এবার তারা কোনরকমেই টটেনহ্যামের ডিফেন্স ভেঙে এগোতে পারেনি। অন্যদিকে সমতা ফেরানোর লক্ষ্যে টটেনহ্যামও আপ্রাণ চেষ্টা করে। তাদের কাছেও কয়েকটি সুযোগ আসে। কিন্তু এবারও তারা সেগুলি গোলে পরিণত করতে ব্যর্থ হয়। অবশেষে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নেয় চেলসি ১-০ ফলাফলে। এই ম্যাচের পর পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে চেলসি এই মুহূর্তে এবং টটেনহ্যাম চতুর্থ স্থানে।


