চ্যাম্পিয়ন্স লিগে জয় ম্যানসিটি, লেভারকুসেন ও ইন্টারের, ড্র বার্সার
পেপের দল জার্মান ক্লাবটির বিপক্ষে প্রথম গোল পায় ম্যাচের ২২ মিনিটে।
Truth Of Bengal: ম্যান সিটি-৪ বরুশিয়া ডর্টমুন্ড-১
গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টারের ইত্তিহাদ স্টেডিয়ামে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি মুখোমুখি হয়েছিল জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের। ম্যাচের ফল ৪-১। পুরনো দলের বিপক্ষে সিটির হয়ে গোল করলেন আর্লিং হালান্ড। এছাড়া জোড়া গোল করেন ফিল ফোডেন। একটি গোল করেন রায়ান চার্কি।
পেপের দল জার্মান ক্লাবটির বিপক্ষে প্রথম গোল পায় ম্যাচের ২২ মিনিটে। টিয়ানি রায়ানডার্সের বাড়ানো পাস থেকে প্রথম সিটিকে এগিয়ে দেন ফোডেন। এরপর সিটি তাদের দ্বিতীয় গোল পেয়ে যায় ম্যাচের ২৯ মিনিটে। এবার পেপের দলের হয়ে গোল নরওয়েন স্ট্রাইকার আর্লিং হালান্ডের। নরওয়েন স্ট্রাইকারের এই গোলের ক্ষেত্রে অবদান রয়েছে জেরেমি ডুকুর। এই গোলের সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম চার ম্যাচেই সিটির জার্সিতে স্কোরশিটে নাম তুলে নিলেন হালান্ড।
এরপর সিটি তাদের তৃতীয় গোল পায় বিরতির পর। এবারও সিটির হয়ে দলের ব্যবধান বাড়ানোর পাশাপাশি নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন ফোডেন। সিটির তৃতীয় গোলের পর জার্মান ক্লাবটি ৭২ মিনিটে ব্যবধান কমায়। সিটি তাদের শেষ গোলটি পায় অতিরিক্ত সময়ে। এবার গোল করেন রায়ান চার্কি।
লেভারকুসেন-১, বেনফিকা-০
এই টুর্নামেন্টের অপর ম্যাচে বরুশিয়া পরাজিত হলেও জার্মানির ক্লাব হিসেবে জয়ে পেয়েছে লেভারকুসেন। এস্তিয়াদো দে লুইজ স্টেডিয়ামে লেভারকুসেন ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে পর্তুগালের ক্লাব বেনফিকাকে।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পরই কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় জার্মান ক্লাবটি। তাদের হয়ে স্কোরশিটে নাম তোলেন প্যাট্রিক সাচিক।
ইন্টার-২ কাইরাত-১
এদের পাশাপাশি জয় পেয়েছে ইন্টার মিলানও। ২-১ গোলের ব্যবধানে ইতালির ক্লাবটি পরাজিত করে কাইরাতকে। ইতালির ক্লাবটির হয়ে গোল করেন আর্জেন্টাইন ফুটবলার লাওতারো মার্তিনেজ ও কার্লোস আগুস্তো।
বার্সা-৩ ক্লাব বুর্গ-৩
ম্যান সিটি, লেভারকুসেন, ইন্টার জয় পেলেও জয় পায়নি হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। ক্লাব বুর্গের বিপক্ষে ৩-৩ গোলে ম্যাচ শেষ করেন লামিনে ইয়ামলরা। ইয়ান ব্রেডেল স্টেডিয়াম ম্যাচের প্রথম থেকেই হ্যান্সি ফ্লিকের দলের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন ক্লাব বুর্গের ফুটবলাররা। তাদের হয়ে বার বার বার্সার রক্ষণে ত্রাসের সৃষ্টি করছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড কার্লোস ফোর্বসই।
ম্যাচের ছয় মিনিটেই বার্সার জালে বল জড়ান ক্লাব বুর্গের নিকোলো ট্রেসল্ডি। তবে সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ক্লাব বুর্গ। ৮ মিনিটেই বার্সাকে সমতায় ফেরান অভিজ্ঞ টোরেস। এরপর ১৭ মিনিটে ফের ক্লাব বুর্গের হয়ে ব্যবধান বাড়ান পর্তুগিজ স্ট্রাইকার কার্লোস। এরপর বিরতির আগে আর কোনও দলেই গোলের দেখা পায়নি।
বিরতি থেকে ফিরে এসেই বার্সাকে সমতায় ফেরান লামিনে ইয়ামল। এর মিনিট দুয়েক পরেই ফের গোল ক্লাব বুর্গের। এবারও গোল করেন সেই কার্লোস। কপাল খারাপ থাকলে যা হয়। ক্লাব বুর্গের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। ম্যাচের ৭৭ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে বার্সার এক পয়েন্ট নিশ্চিত করে দেন ক্লাব বুর্গের ফুটবলার ক্রিস্টস টজোলিস।





