খেলা

কর্ণাটকের বিরুদ্ধে ৩০১ রানের ইনিংস বাংলার

Bengal's 301-run innings against Karnataka

Truth of Bengal: চিন্নাস্বামীতে রঞ্জি ট্রফির এলিট গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় রয়েছে বাংলা। গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান শাহবাজ আহমেদ এবং ঋদ্ধিমান সাহা দ্বিতীয় দিনে নজর কাড়তে পারলেন না। শুরুতেই সাজঘরে ফিরতে হল তাঁদের। শাহবাজ ৫৯ এবং ঋদ্ধিমান মাত্র ৬ রানেই প্যাভেলিয়নে ফিরলেন। এরপর বাংলার পরবর্তী ব্যাটসম্যানরা আর কেউই সেভাবে মাথা তুলে ব্যাট করতে পারলেন না। অবশেষে বাংলার প্রথম ইনিংস শেষ হল ৩০১ রানে।

জবাবে ব্যাট করতে নেমে কর্ণাটকের শুরুটাও ভালো হয়নি। দলের অভিজ্ঞ ওপেনার মায়াঙ্কা আগরওয়ালকে চটজলদি সাজঘরে পাঠান সুরজ সিন্ধু জয়সওয়াল। মায়াঙ্কের সেই পথ অনুসরণ করে একে একে সাজঘরের দিকে পা বাড়ান কিষাণ বেদারে, সুজয় সাতেরি, আর সুমন এবং মণিশ পাণ্ডেরা। দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে দক্ষিণের দলটির সংগ্রহ ১৫৫ রান।

বাংলার হয়ে দুটি করে উইকেট দখল করেন সুরজ সিন্ধু ও ঋষভ ভিভেক। একটি করে উইকেট ঝুলিতে পোড়েন ইষাণ পোড়েল। শাহবাজ আহমেদ, অভলিন ঘোষরা কোনও উইকেট দখল করতে পারেননি।

উল্লেখ্য, পরবর্তী রাউন্ডে যেতে গেলে বাংলার সামনে এই ম্যাচে জয় ছাড়া আর অন্য কোনও পথ খোলা নেই। তবে দ্বিতীয় দিনেই পিচ যে আচরণ করছে তাতে কিছুটা হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগাতে পারলে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেতেই পারে লক্ষ্মীরতনের দল। এখন দেখা যাক শেষ মুহূর্তে চিন্নাস্বামী থেকে পুরো পয়েন্ট নিয়ে বাংলা ফিরতে পারে কি না তা সময়ই বলবে।

Related Articles