খেলা

বাংলায় তৈরি হবে গোল রক্ষক অ্যাকাডেমি

Oliver Kahn

The Truth of Bengal: ভারতীয় ফুটবলের মান উন্নয়নের জন্য এর আগে নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এ আই এফ এফ। সে কারণে এবার হতেই বাংলায় হচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আনা হচ্ছে অলিভার কানকে। এদিকে জার্মান এই কিংবদন্তি গোলকিপার অলিভার কান  ভারতীয় ফুটবল সম্পর্কে অবগত।  তার ক্লাসের মাধ্যমে গোলকিপার একাডেমী চালু করতে উদ্যোগী হয়েছে এআইএফএফ । আগেই অলিভার কান বলেছিলেন আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অবশ্যই ভারতীয় ফুটবলে দারুণ প্রভাব ফেলবে।

আমরা ভারতকে খেলার দেশে রূপান্তরিত করব । ভারত এই মুহূর্তে খেলা দেখার মতো অবস্থায় রয়েছে । তার থেকে বের করে আনতে চান অলিভার তথা সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। এর আগে ক্লাব কেরিয়ারে বিদায়ী ম্যাচ খেলেছিলেন কলকাতায় এই অলিভার কান। ফলত দেশের ফুটবল তথা কলকাতর ফুটবল নিয়ে তিনি কমবেশি জানেন। এর আগেএকবার  ভারত সফরে এসেছেন অলিভার কান।

এখানকার ফুটবলের উন্নতিসাধনের জন্য নানা উদ্যোগও নিয়েছেন। ভারতীয় ফুটবলের উন্নতিতে আরও চেষ্টা করবেন বলে জানিয়েছেন। যে কারণে ভারতে অলিভার কান অ্যাকাডেমি খোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৪ এর থেকেই জানুয়ারিতে গোলকিপার একাডেমী চালু করতে চাইছে আই এফ এফ বাংলাতে এমনটাই জানা গেছে এ আই এফ এফ মারফত। আসলে বাংলার হারিয়ে যেতে বসা  গৌরব ফেরাতে মরিয়া সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

Related Articles