আক্সহাজের দূরন্ত শতরানে ৪২৮ রান তুললো বাংলা
Bengal post 428 runs on Axhaj's long-range century

Truth Of Bengal: অনুর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফিতে দূরন্ত শতরান গড়লেন বাংলার ব্যাটসম্যান আক্সহাজ। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সৌরাষ্ট্রের বিপক্ষে ২১২টি বল খেলে অনবদ্য ১৩৭ রান করলেন অক্সহাজ।
এই ম্যাচে অক্সহাজকে যোগ্য সহায়তা করেন অঙ্কিত চট্টোপাধ্যায়, বিশাল ভারতী, দেবাংশু পাকরিয়া এবং অগ্নিশ্বর দাস। অঙ্কিত, ৭৪, বিশাল ৬৪, দেবাংশু ৪১ এবং অগ্নিশ্বর ৩৪ রান করেন। এর সুবাদেই বাংলা প্রথম ইনিংসে ৪২৮ রান তুলতে সক্ষম হয়। উল্লেখ্য, যুধাজিত গুহর অনবদ্য বোলিং পারফরম্যান্সে সৌরাষ্ট্রের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯৪ রানেই।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বিপদের সম্মুখীন হন সৌরাষ্ট্রের ব্যাটসম্যানরা। দিনের শেষে তাঁদের সংগ্রহ তিন উইকেটের বিনিময়ে ৬৭ রান। দ্বিতীয় ইনিংসেও বল হাতে জ্বলে উঠলেন যুধাজিত। দিনের শেষে তিনি ঝুলিতে পুড়লেন দুটি উইকেট। সৌরাষ্ট্র পিছিয়ে রয়েছে ২৬৭ রানে।
অপর দিকে অনুর্ধ্ব-১৫ একদিনের ক্রিকেট টুর্নামেন্টেও বড় জয় পেয়েছে বাংলার মেয়েরা। তারা ১৪১ রানে হারাল জম্মু ও কাশ্মীরকে। প্রথমে ব্যাট করে বাংলার সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ২১২ রান। জবাবে ব্যাট করতে নেমে ২২.৫ ওভারে মাত্র ৭১ রানেই বান্ডিল হয়ে যান ভূ-স্বর্গের ক্রিকেটাররা।
বাংলার হয়ে ব্যাট হাতে অনবদ্য ৮৯ রান করে অপরাজিত থাকেন সন্দীপ্তা পাত্র। এছাড়া ঈশিতা পাত্র ৩৩, নীলাঞ্জনা বারিক ২৬ রান করেন। বল হাতে ১৫ রানে তিন উইকেট নেন স্নিগ্ধা বাগ। ঋতু গায়েন নেন ৬ রানে দুই উইকেট।